***হট নিউজ***
এই মাত্র পাওয়া খবর
১.সকল নিবন্ধন সনদধারিদের চাকরিতে প্রবেশের বয়স ৩৫ কনফার্ম(অাজকের মিটিং এ উপস্হিত সকলের যুক্তি প্রাতিষ্ঠানিক সনদের মেয়াদ যদি অাজীবন হওয়ার সত্ত্বেও সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ হলে যেমন সবাই অটো বাদ হয়ে যায় ঠিক তেমনি বেসরকারি স্কুল,কলেজ,মাদ্রাসায় শিক্ষকতা পেশায় ও ৩৫ বছর হলে অটো বাদ হয়ে যাবে।তাছাড়া অাদালত বয়সের ব্যাপারটা নির্ধারণ করতে বলেছে।তাই শিক্ষা মন্ত্রনালয় ৩৫ কার্যকর করেছে।
২.নারী কোঠা ৩০% অযৌক্তিক। তাই ২০% কার্যকর করা হয়েছে।
৩.অতি দ্রুত গনবিজ্ঞপ্তির অাদেশ।গনবিজ্ঞপ্তির ভিত্তিতে ১১ জুলাইয়ের মধ্যে মেধাতালিকা প্রকাশ।
৪.যারা গনবিজ্ঞপ্তিতে অাবেদন করবে তারাই মেধাতালিকায় থাকবে।চাকরি হবে মেধার ভিত্তিতে।
বিঃদ্রঃ- ১৫ তম বিজ্ঞপ্তিতে নানা রকম জটিলতা রয়েছে,তাই বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হবে। বাংলাদেশের ইতিহাসে এ যাবৎ কালে স্বচ্ছ নিয়োগ হয়নি।অামাদেরটা হবে কিনা সন্দেহ।দেখি অাল্লাহ্ অামাদের রিজিক কি ফয়সালা করে কিনা।
PC: Monir Hossain ফেইসবুক থেকে সংগ্রহীত।
No comments:
Post a Comment