ভূমিকা: সভ্যতার অগ্রযাত্রায় মানুষের নির্ভরযোগ্য এক সঙ্গী গ্রন্থাগার। জ্ঞান সৃষ্টি, জ্ঞান সংরক্ষণ এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের জ্ঞানের প্রবাহ নিশ্চিত করেছে গ্রন্থাগার। সেই সঙ্গে সমাজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে মানব সভ্যতাকে সমৃদ্ধ করেছে।
**গ্রন্থাগার:
গ্রন্থাগারের ইংরেজি প্রতিশব্দ ’Library’। Library শব্দের উৎপত্তি হয়েছে মূলত ল্যাটিন শব্দ ’Liber’ থেকে। Liber শব্দটি থেকে এসেছে Librarium শব্দটি, যার অর্থ ’বই রাখার স্থান’। এর থেকে উদ্ভূত হয়েছে ফরাসি শব্দ librairie, যা অর্থ ’বইয়ের সংগ্রহ’, এখান থেকে অ্যাংলো ফ্রেঞ্চ শব্দ librarie এবং সব শেষে ইংরেজি Library। গ্রন্থাগার বলতে সাধারনত যেখানে তথ্য সামগ্রী সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয় এবং চাহিদা অনুযায়ী দ্রুত পাঠককে প্রদান করা হয় তাকেই বোঝায়।
তাই বলা যায়, গ্রন্থাগার একটি জীবন্ত উপকরণ, যা অতীতের সমস্ত তথ্য সংরক্ষণ করে রাখে বর্তমান প্রজন্মের ব্যবহার করার জন্য । ইহা এমন একটি প্রতিষ্ঠান যা অতীত এবং বর্তমান প্রজন্মের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং তাদের মধ্যে সংযোগ স্থাপন করে যা তথ্য সমূহের ভবিষ্যৎ প্রজন্মের ব্যবহার উপযোগী করে তোলে।
**প্রামাণ্য সংজ্ঞা:
**ইউনিস্কো-এর মতে, ”মুদ্রিত বই, সাময়িকী অথবা অন্য যে কোন চিত্রসমৃদ্ধ বা শ্রবণ-দর্শন সামগ্রীর একটি সংগঠিত সংগ্রহ হল গ্রন্থাগার। যেখানে পাঠকের তথ্য, গবেষণা, শিক্ষা অথবা বিনোদন চাহিদা মেটানোর কাজে সহায়তা করা হয়।”
**J.
H. Shera এর মতে, “The library is an organization, a
system designed to preserve and facilitate the use of graphic records.”
**C. C, Aguolu & I. E. Aguolu এর মতে, ”গ্রন্থাগার হচ্ছে মানুষের সাংস্কৃতিক কর্মকান্ডেরে নথিপত্রের সমষ্টি যেটি নানা ফরম্যাট ও ভাষায় সংগঠন ও ব্যাখ্যা করা হয়। গ্রন্থাগার মানুষের জ্ঞান, বিনোদন ও নান্দনিক উপভোগের নানা চাহিদা পূরণ করে।”
**সেনগুপ্ত ও চক্রবর্তী-এর মতে, ”গ্রন্থাগার হলো এমন একটি সংগঠন যেখানে বই, পত্র পত্রিকাও সমজাতীয় উপকরণ ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়।”
**গ্রন্থাগারের প্রকারভেদ:
গ্রন্থাগার নানা প্রকারের হয়ে থাকে। সাধারনত প্রতিষ্ঠানিকভাবে গ্রন্থাগারকে ৪ ভাগে ভাগ করা যায়। যথা-
১। জাতীয় গ্রন্থাগার
২। গণগ্রন্থাগার
৩। একাডেমিক গ্রন্থাগার
৪। বিশেষ গ্রন্থাগার।
১। জাতীয় গ্রন্থাগার: জাতীয় গ্রন্থাগার সাধারনত দেশের সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে থাকে। অন্যান্য গ্রন্থাগার প্রতিষ্ঠার পেছনে যে সকল কারণ বিদ্যমান, এ ক্ষেত্রেও তার সবগুলো কারণ বিদ্যমান। তবে প্রয়োগের ক্ষেত্রে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। আর এটি হয় এজন্য যে, জাতীয় পর্যায়ের গ্রন্থাগার অন্য আর দশটি অনুরূপ প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ আলাদা। এটি একটি নন-লেন্ডিং প্রতিষ্ঠান। মূলত: জাতীয় গ্রন্থাগার এমন একটি প্রতিষ্ঠান যার সংগ্রহের পরিধি জাতীয় ভিত্তিক, গুরুত্ব আন্তর্জাতিক এবং দেশ ও জাতি সম্পর্কে দেশী-বিদেশী সকল প্রকাশনা সংগ্রহ করে জাতীয় ঐতিহ্যকে সংরক্ষণ করাই এর প্রধান বৈশিষ্ট্য।
২। গণগ্রন্থাগার: পাবলিক লাইব্রেরি বা গণগ্রন্থাগার জনগণের বিশ্ববিদ্যালয়। সমাজের সকল স্তরের লোকের চাহিদা পূরণের জন্য এর উৎপত্তি ও বিকাশ। অন্য কোন গ্রন্থাগার এ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না। এমনকি এর মত বহুমূখি সেবা দিতেও প্রস্তুত নয়। সমগ্র জাতিকে পরিকল্পিত উপায়ে সাহায্য করা এর লক্ষ্য, বিশেষ করে বুদ্ধির পরিপক্কতা অর্জনে সহায়তা গণগ্রন্থাগার প্রতিষ্ঠার অন্যতম কারণগুলোর মধ্যে একটি। সমাজে সকল প্রকারের সদস্য ছাত্র, যুবক, বৃদ্ধ, মহিলা ও বিভিন্ন পেশাজীবী যেহেতু এর ব্যবহারকারী সুতরাং আবশ্যিকভাবে সংগ্রহ করা হয়ও বহুমূখী।
৩। একাডেমিক গ্রন্থাগার: একাডেমিক গ্রন্থাগার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠ ও গবেষনা প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এসব গ্রন্থাগারে কেবল পাঠ্য ও পাঠ্য সহায়ক উপকরণই থাকে না, পাশাপাশি বিভিন্ন রেফারেন্স সামগ্রীসহ বিভিন্ন বিষয়ের তথ্য উপকরণ সংগ্রহীত হয়। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে অন্যতম উদ্দেশ্য থাকেগবেষকদের প্রয়োজনীয় পাঠ্য উপকরণ সংগ্রহের মাধ্যমে জ্ঞানচর্চায় অগ্রসর পর্যায়ে সহায়তা জোগানো।
৪। বিশেষ গ্রন্থাগার: বিশেষ গ্রন্থাগার আসলে এক ধরনের গবেষণা গ্রন্থাগার, যাকে আমরা টেকনিক্যাল লাইব্রেরিও বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে নানা বিষয়ে গবেষণা কর্মের এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়। এই গবেষণা কর্মে সহায়তা জোগানোর জন্যই বিশেষ গ্রন্থাগারের আবির্ভাব। বিজ্ঞান, প্রযুক্তি চিকিৎসাবিজ্ঞান, সমাজবিজ্হান ইত্যাদি নানা বিষয়ে তথ্য উপকরণ সংগ্রহের মাধ্যমে বিশেষ গ্রন্থাগারগুলো সমাজে এক ব্যাতিক্রমী ভূমিকা পালন করে যাচ্ছে।
thank u for this ans.
ReplyDeleteYou are welcome.
Deleteআমি দিদার, লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্সের স্টুডেন্ট, (০১৮১৮১০০৯৮৪), আপনার এ উত্তরটি আমার খুুবই মন মত হয়েছে ।
ReplyDeleteThanks Bro.
DeleteHello dada , amk ki note dite parbe er bisoye sob, ami o ai subject er student
DeleteGood Job. very excellent discussion of Library and types of library. I am very feeling helpful from that's.
ReplyDeleteThanks
DeleteGood Job. very excellent discussion of Library and types of library. I am very feeling helpful from that's.
ReplyDeleteExcellent
ReplyDeleteThank you very much for this information..and specifically for the different types of library..
ReplyDeleteThe description about library is very good. I got sufficient information from it so many many thanks.
ReplyDeleteThanks
Deleteধন্যবাদ
ReplyDeleteYou are Welcome.
Deleteসুন্দর লিখেছেন
ReplyDeleteThanks...
Deleteঅনেক অনেক সুন্দর ভাই
Deleteআমি গণগ্রন্থাগারের এক জন কর্মী হিসেবে নিজেকে গর্ববোধ করি।।
ReplyDeleteগ্রন্থাগারের প্রশ্ন কি কঠিন হয় ?
Deleteঅসাধারণ।
Deleteমাশাল্লাহ চমৎকার
ReplyDeletenice
ReplyDeleteআমি জাহিদুল ইসলা। গ্রন্থাগার এর একজন ছাএ। আপনার লেখাটা পড়ে আমি অনেক উপকৃত হয়েছি।
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete
ReplyDeleteআমি মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দীন (আনসারী), লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্সের স্টুডেন্ট, (01553754758#01815854494#01818060768), আপনার এ উত্তরটি আমার খুুবই মন মত হয়েছে ।
Reply
Thanks a lot.
ReplyDeleteখুবই সুন্দর।
ReplyDeleteনাইস
ReplyDeleteSir আমি 2021-2022 students ami porar jonno কোন সালের প্রশ্ন ফলো করব।
ReplyDelete2021-2022 পড়ার জন্য কনো সাজেশন বই আছে
ReplyDeleteExcellent
ReplyDeleteনাইস
ReplyDeleteসুন্দর উপস্থাপনা
ReplyDeleteভাল থাকবেন
ReplyDeleteআমি library and information science বিভাগের ছাত্রী । MA এর জন্য কিছু প্রশ্নের উত্তর পোস্ট করবেন। thanks
ReplyDeleteThanks
ReplyDeletePerfect answer
ReplyDeleteNice
ReplyDeleteআমি BLIS এর ছাত্রী , লেখা টা পড়ে খুব উপকৃত হলাম।।
ReplyDeleteThanks এটাই সত্যিই ভালো।
ReplyDeleteSsc জন্য কিছু দিলে ভালো হয়।
অনেক ধন্যবাদ,খুব সুন্দর করে লিখার জন্য।
ReplyDeleteঅনেক উপকৃত হলাম।
ReplyDeleteOnak valo lagllo sarmarmo ta parye
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteLibrery comiti sodoso songkha koto jon ?pls answer den
ReplyDeleteখুব ভালো
ReplyDeleteAmi project likhbo Tai Bujhte parchi na Ki bhabe Ki likhbo
ReplyDeleteExcellent আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ শুভকামনা রইল সকলের জন্য দোয়া। অভিনন্দন ।
ReplyDeleteMD.ANWAR HOSSIN
ReplyDeleteAssistant Teacher library and ( information science) 01717363352
https://ocoread.com/
ReplyDeleteManjur Alom
ReplyDeleteGood answer
ReplyDelete