Search This Blog
Wednesday, May 30, 2018
আসন্ন ৩১ টি নিয়োগ পরীক্ষার সময়সূচী (১ জুন ৮টি এবং ৮ জুন ৭ টি পরীক্ষা) মে - জুলাই ২০১৮
সোনালী ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে MCQ পরীক্ষার সময়সূচি ও পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ
পরীক্ষা - ০১/০৬/২০১৮
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ
পরীক্ষার তারিখঃ ০১-০৬-২০১৮
কারিগরি শিক্ষা অধিদপ্তরের MCQ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র প্রকাশ
পরীক্ষার তারিখঃ ১ জুন ২০১৮
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরীক্ষার ফলাফল প্রকাশ
মৌখিক পরীক্ষা- ০১-০৬-২০১৮
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত অফিসিয়াল নোটিশ
পরীক্ষাঃ ১ জুন ২০১৮
বাংলাদেশ নির্বাচন কমিশন-এর পরীক্ষার নোটিশ
পরীক্ষার তারিখঃ ১ জুন, ২০১৮
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বিভিন্ন পদের ফলাফল প্রকাশ
মৌখিক পরীক্ষা- ১ থেকে ৩জুন...
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিয়োগ পরিক্ষার সময়সূচী
পরীক্ষাঃ ১,২ ও ৮ জুন...
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার তারিখ, স্থান ও সময়
পরীক্ষার তারিখ - ২ জুন ২০১৮
খাদ্য মন্ত্রণালয়ে বিভিন্ন পদের সময়সূচী ও প্রবেশ পত্র প্রকাশ
পরীক্ষা ০৮ জুন ২০১৮.
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন পদের MCQ পরীক্ষার সময়সূচী
পরীক্ষার তারিখঃ ০৮-০৬-২০১৮
সোনালী ও জনতা ব্যাংকের MCQ পরীক্ষার সময়সূচী প্রকাশ
পরীক্ষাঃ ৮ জুন ২০১৮
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর -এর অধীনে নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ
পরিক্ষাঃ ৮ জুন ২০১৮
যমুনা অয়েল কোম্পানি লিঃ এ নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ
পরিক্ষাঃ ৮ জুন ২০১৮
BTRA এর নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ
পরিক্ষাঃ ৮.৬.১৮
তথ্য আপা প্রকল্পের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ
পরীক্ষাঃ ৩১ মে - ৩ জুন
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশ
ব্যাবহারিক ও মৌখিক পরীক্ষা:. ২৭-০৫-২০১৮-০২-০৬-২০১৮
বাংলাদেশ রেলওয়ের চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশ
মৌখিক পরীক্ষার সময়সূচীঃ ১০-০৬-২০১৮ থেকে...
সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষার সময়সূচী
পরীক্ষা শুরু- ৩০ মে ২০১৮
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর চাকরির পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ
মৌখিক পরীক্ষা- ৩০-০৫-২০১৮ - ০৬-০৬-২০১৮
বাংলাদেশ টেলিভিশনের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ
মৌখিক পরীক্ষা- ৩১-০৫-২০১৮ - ৭-০৬-২০১৮
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচী প্রকাশ
পরীক্ষা- ৪ ও ৫ জুন ২০১৮
জীবন বীমা কর্পোরেশন এর জুনিয়র অফিসার পদের ফলাফল প্রকাশ
মৌখিক পরীক্ষাঃ ৩০মে - ১০ জুন
বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা (ক্যাশ) পদের পরীক্ষার ফলাফল ও ভাইভার সময়সূচী
মৌখিক পরীক্ষা- ৩১-০৫-২০১৮ থেকে ০৮-০৭-২০১৮.
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (ICB)-এর MCQ পরীক্ষার ফলাফল প্রকাশ
মৌখিক পরীক্ষা-২২ মে - ২ জুন ২০১৮
পায়রা বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন পদে ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
মৌখিক পরীক্ষা- ১৪ মে - ১০ জুন ২০১৮
বাংলাদেশ কৃষি ব্যাংকের নিয়োগ পরিক্ষার ফলাফল ও মৌখিক পরিক্ষার সময়সূচী মৌখিক পরিক্ষা- ২৮ মে - ৬ জুন ২০১৮
One Bank লিঃ এর পরীক্ষার সময়সূচী ও প্রবেশ পত্র প্রকাশ
পরীক্ষাঃ ২৯ জুন ২০১৮
সম্ভব্য ...
১৩ জুলাই
#কম্বাইন্ড সিনিয়র অফিসার প্রিলি
২০ জুলাই
#বাংলাদেশ ব্যাংক এডি প্রিলি
২৭ জুলাই
#কম্বাইন্ড অফিসার প্রিলি
** কোনো ভুল থাকলে সংশোধন করে দেবেন।
Tuesday, May 29, 2018
এবার বেসরকারী শিক্ষকরা পাচ্ছেন একগুচ্ছ সুখবর
আগামী নির্বাচনের আগেই বেসরকারি শিক্ষকরা পেতে পারেন একগুচ্ছ সুখবর। বৈশাখী ভাতাসহ বেসরকারি শিক্ষকদের একগুচ্ছ সুখবর দেয়ায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ও মাধ্যমিক ও উচ্চাশিক্ষা বিভাগের সচিব।
একাধিক সূত্র জানায়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইন আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সরকারের শীর্ষ মহলের সঙ্গে যোগাযোগ করে চলছেন তারা। আগামী নির্বাচনের আগেই বেসরকারি শিক্ষকদের জন্য একগুচ্ছ সুখবর দেয়ার চেষ্টা চলছে।
গতমাসে পাঁচলাখ শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে সচিব মো: সোহরাব হোসাইনের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের দুইজন শীর্ষ নেতা। বৈঠক শেষে স্বাধীনতা শিক্ষক পরিষদের সহ-সভাপতি ও বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য-সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিক্ষকদের জন্য একগুচ্ছ সুখবর দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন সূত্রে শুনেছি। এর মধ্যে বৈশাখী ভাতা, পাঁচ শতাংশ প্রবৃদ্ধি ও বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের জন্য একটা বড় অঙ্কের থোক বরাদ্দ দেয়ার বিষয় রয়েছে।
জানতে চাইলে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, হ্যাঁ আমাদের সঙ্গে কথা হয়েছে। মন্ত্রী-সচিব মহোদয় আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমি দেখেছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব স্যার খুবই আশাবাদী। বেসরকারি শিক্ষকদের জন্য একগুচ্ছ সুখবর দেয়ার চেষ্টা করে যাচ্ছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উদ্যোগ বৈশাখী ভাতা চালু করেন। গত দুই বছর যাবত সরকারি ও স্বায়ত্বশাসিত কর্মকর্তা-কর্মচারীরা বৈশাখী ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা তা পাচ্ছেন না। এবার তৃতীয়বারের মতো বৈশাখী ভাতা সামনে আসছে।
©ভোরের পাতা ডেস্ক
Saturday, May 26, 2018
প্রথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০১৮ পরীক্ষাঃ ২৬ মে ২০১৮
আজকের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ সমাধান...
১. কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল-মতিউর রহমান
২. গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত- আব্রাহাম লিংকন
৩. অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ কাল-২০১২
৪. X^-3 -.001= 0 হলে x^2=? 100
৫. কৈশর এর প্রকৃতি ও প্রত্যয়- কিশোর + ষ্ণ
৬. Out and out means- Thoroughly
৭. ৬৫৫৮ এর সাথে কোনটি যোগ করলে এটি পুর্ণবর্গ সংখ্যা হবে- ৩
৮. The word gravity is- Noun
৯. ১ থেকে ৯৯ সংখ্যার গড় কত- ৫০
১০. Correct spelling- achievement
১১. কোনটি বৃহত্তম- ৪/৩
১২. কপোল এর প্রতিশব্দ-গাল
১৩. শতকরা কত হার সুদে ২৫ বছরে কোন মূলধন সুদেমুলে ৪ গুন হবে- ১২%
১৪. ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন- মুহম্মদ বিন তুঘলক
১৫. একটি বৃত্তের যেকোন দুটি সংযোগ রেখাকে কি বলে- জ্যা
১৬. লাজওয়াব শব্দে লা কোন উপসর্গ- আরবি
১৭. রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে। ঘন্টায় ৪৫ কিঃ মিঃ বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে?- ১২ সেকেন্ড
১৮. The chain was-----than we thought. – Stronger
১৯. শুদ্ধ বানান- বুদ্ধিজীবী
২০. স্বাধীনতা যুদ্ধকালে অস্থায়ী সরকার গঠিত হয়- ১৭ এপ্রিল
৩০. ৩০.কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে , তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে- ২৩জন
৩১. সবার উপরে মানুষ সত্য , তাহার উপর নাই উক্তিটি – চন্ডীদাস
৩২. কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২, ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? -১৮১
৩৩. The Train—-From Rangpur. –Has already arrived
৩৪. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত?- ৪০°
৩৫. He lives —comfortable life- a
৩৬.এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করা যাবে- সুকান্ত ভট্রাচার্য ৩৭.দূর প্রাচ্যের দেশ- জাপান
৩৮.
৩৯. Shakespeare is known mostly for his-Drama
৪০.সন্ধি বিচ্ছেদ করুন কথাচ্ছলে – কথা+ছলে
৪১.বরেন্দ্রভূমি নামে পরিচিত- রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ
৪২. ১৫ জনের কোন কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে , কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে- ৩০ দিনে
৪৩.বিরাম চিহ্ন এর মধ্যে পূর্ণচ্ছেদ- দাঁড়ি
৪৪. Man of straw meaning-Worthless Man
৪৫. একটি সমবাহু ত্রিভুজে একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত- কোনটিও নয়- (সঠিক ৬৪√৩)
৪৬.বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ- জীবনানন্দ দাশ
৪৭.If we want concrete proof, we are looking for- Clear evidence
৪৮.যদি X+3Y= 40 এবং Y=3X তবে y=? -১২
৪৯.সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তিকটি হবে- আয়তক্ষেত্র
৫০. one should be careful about —duty. -Ones
৫১. Nine Men were concerned —the plot. – In
৫২. Indirect narration- Farida told her mother that she would go to bed.
৫৩. A pilgrim is a person who undertakes a journey to ——. Holy Place
৫৪.মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র- স্ফিগমোম্যাননোমিটার
৫৫. A voyage to lilliput written by – Jonathan swift
৫৬.নোবেল পুরুস্কার প্রবর্তকের মূল আবিস্কার প্রধানত কি কাজে ব্যবহৃত হয়- ধ্বংসের জন্য
৫৭.ঈস্ট কি- একটি ছত্রাক
৫৮.নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি- ঔ
৫৯. Which of the noun used as feminine form- Moon
৬০.নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেই এড্রেস- rasel@yahoo.com
৬১.ভিটামিন সি এর রাসায়নিক নাম কি –
৬২.কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি করা হতো-
৬৩.৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে টুকড়া করা হয়েছে। ছোট টুকরাতী কত মিটার- ৯মিটার
৬৪.৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫% ক্ষতি হয় । ব্যাগটি কত টাকায় বিক্র্য করলে ১০% লাভ হবে- ৭৯২
৬৫.৩/৪ ৪/৫ ৫/৬ এর গসাগু কত- ১/৬০
৬৬.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন-উ থান্ট
৬৭.জনসংখ্যায় ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট- মালদ্বীপ
৬৮.৭ এর গুণিতকের সেট কোন ধরণের সেট- অসীম সেট
৬৯.১৯৪৩ সালের দূর্ভীক্ষের উপরে ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী- শিল্পাচার্য জয়নুল আবেদীন
৭০.যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ – দেদীপ্যমান
৭১.কম্পিউটারের স্থায়ী স্মৃতি- Rom
৭২. সন্ন্যাসী এর বিপরীত শব্দ – গৃহী
৭৩. রাবনের চিতা বাগধারার অর্থ- চির অশান্তি
৭৪. নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়-বেতার
৭৫. Nasima arrived, while I——the dinner. – Was cooking
৭৬. ডাক্তার ডাক বাক্যটিতে “ডাক্তার” কোন কারকে কোন বিভক্তি- কর্মকারকে শূণ্য বিভক্তি
৭৭. ১ মিলিমিটার ১ কিলোমিটার কত অংশ- ১/১০০০০০০
৭৮. Synonym of Tenuous- Thin
৭৯. The invigilator made us——our identity card at test center. – Show
৮০. Correct sentence- The Padma is the longest river in Bangladesh
Friday, May 25, 2018
সংক্ষিপ্ত শব্দের পুর্ন রুপ:
==================
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
.
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized.
.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
.
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
.
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
.
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
.
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
.
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
.
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
.
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
.
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
.
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
.
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
.
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
.
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
.
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
.
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
.
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
.
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
.
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
.
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
.
৩১। DOC এর পূর্ণরূপ — Doc**ent (Microsoft Corporation)
.
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Document Format
.
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
.
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
.
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
.
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile Application File
.
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
.
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
.
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
.
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
.
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
.
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
.
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
.
৪৬। CRT — Cathode Ray Tube.
.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission Control Protocol.
.
৫২। UPSএর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink Packet Access.
.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
.
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio Service.
.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless Application Protocol.
.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research Project Agency Network.
.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business Machines.
.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency Modulation.
.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area Network
.
৬৪। USB এর পূর্ণরূপ — Universal
Thursday, May 24, 2018
স্কুল ও কলেজের শূন্য পদের তালিকা দেখতে এখনই সাইট থেকে ঘুরে আসুন।
শিক্ষক নিবন্ধন নিয়ে অনেক নাটক চলছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। চাকরিতে নিয়োগ নিয়ে তাল বাহানা করছে। আবার প্রতিবছর নিয়োগের নামে পরীক্ষার ব্যবস্থা বজায় রেখে কোটি কোটি টাকা দুর্নীতি করছে।
যাইহোক অবশেষে বাংলাদেশের প্রতিটি জেলা ও প্রতিটি উপজেলা ও প্রতিটি স্কুল ও কলেজের শূন্যপদের সংখ্যা প্রকাশ পেয়েছে।
তাই আশা করা যাচ্ছে, খুব শিঘ্রই অনেক বড় একটি নিয়োগ হতে চলেছে। শূন্য পদের তালিকা দেখার জন্য নিচের লিংকে যান এবং নির্দেশনা অনুযায়ী সব কিছু পূরণ করে আপনার উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা দেখুন।
See Vacancy: Click Here
যাইহোক অবশেষে বাংলাদেশের প্রতিটি জেলা ও প্রতিটি উপজেলা ও প্রতিটি স্কুল ও কলেজের শূন্যপদের সংখ্যা প্রকাশ পেয়েছে।
তাই আশা করা যাচ্ছে, খুব শিঘ্রই অনেক বড় একটি নিয়োগ হতে চলেছে। শূন্য পদের তালিকা দেখার জন্য নিচের লিংকে যান এবং নির্দেশনা অনুযায়ী সব কিছু পূরণ করে আপনার উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা দেখুন।
See Vacancy: Click Here
Wednesday, May 23, 2018
বাংলাদেশে প্রথম সম্পর্কে এখনই জেনে নিন।
বাংলাদেশের প্রথম:-
১/ অস্থায়ী রাষ্ট্রপতি - - সৈয়দ নজরুল ইসলাম।
২/ প্রধানমন্ত্রী - - তাজউদ্দিন আহমেদ।
৩/ রাষ্ট্রপতি - - শেখ মুজিবুর রহমান।
৪/ প্রধান বিচারপতি - - এ এস এম সায়েম।
৫/ এটর্নি জেনারেল - - এ এইচ খন্দকার।
৬/ সংসদ নির্বাচন - - ৭ মার্চ ১৯৭৩.
৭/ প্রেসিডেন্ট নির্বাচন - - ৩ জুন ১৯৭৮.
৮/ অস্থায়ী সরকার প্রতিষ্ঠা - - ১৭ এপ্রিল ১৯৭১.
৯/ গণপরিষদর অধিবেশন - - ১০ এপ্রিল ১৯৭২.
১০/ জাতীয় সংসদের স্পিকার - - মোহাম্মাদ উল্লাহ।
১১/ বানিজ্য জাহাজ - - বাংলার দূত।
১২/ রণতরী - - বি এন এস পদ্মা।
১৩/ পতাকা উত্তলন - - ২ মার্চ ১৯৭১.
১৪/ মুদ্রা চালু হয় - - ৪ মার্চ ১৯৭২.
১৫/ বিমান চালু হয় - - ৪ ফেব্রুয়ারি ১৯৭২.
১৬/ বিশ্ববিদ্যালয় - - ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল)।
১৭/ নির্বাচন কমিশনার - - বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস।
১৮/ বাংলা ছায়াছবি - - মুখ ও মুখোশ (১৯৫৬)।
১৯/ বিমানবাহিনী প্রধান - - এ.কে.খন্দকার।
২০/ নারী পাইলট - - কানিজ ফাতেমা রোকসানা।
২১/ নারী ব্যারিস্টার - - মিসেস রাবেয়া ভূঁইয়া।
২২/ নারী সচিব - - জাকিয়া আখতার।
২৩/ মুসলিম নারী ডাক্তার - - জোহরা বেগম কাজী।
২৪/ নারী রাষ্ট্রদূত - - তাহমিনা খান ডলি।
২৫/ নারী মুসলিম অভিনেত্রী - - বনানী চৌধুরী।
২৬/ নারী বিচারপতি - - নাজমুন আরা সুলতানা।
২৭/ অভিনেত্রী - - পূর্ণিমা সেনগুপ্তা।
২৮/ টেবলয়েড পত্রিকা - - দৈনিক মানবজমিন।
২৯/ উপজাতীয় রাষ্ট্রদূত - - শরবিন্দু শেখর চাকমা।
৩০/ আদমশুমারি - - ১৯৭৪ সাল।
৩১/ ক্যডেট কলেজ - - ফৌজদার ক্যাডেট কলেজ।
৩২/ ওয়ানডে সিরিজ জয় - - জিম্ববুয়ের সাথে।
৩৩/ রঙিন টেলিভিশন শুরু - - ১ ডিসেম্বর ১৯৮০.
৩৪/ গণপরিষদের স্পিকার - - শাহ আবদুল হামিদ।
৩৫/ প্রথম পানিশোধন প্রকল্প - - চাঁদনী ঘাট,ঢাকা।
৩৬/ ডিজিটাল টেলিফোন চালু - - ৪ জানুয়ারি ১৯৮০.
৩৭/ টেলিভিশনের কার্যক্রম শুরু - - ২৫ ডিসেম্বর ১৯৬৪.
৩৮/ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি - - পি জে হার্টস।
৩৯/ বাংলাদেশ ব্যাংকের গভর্ণর - - এ এন হামিদুল্লাহ।
৪০/ হাইকোর্টের মুসলিম বিচারপতি - - সৈয়দ মাহমুদ হাসান।
৪১/ প্রথম এভারেস্ট বিজয়ী - - মুসা ইব্রাহিম।বাংলাদেশের প্রথম:-
১/ অস্থায়ী রাষ্ট্রপতি - - সৈয়দ নজরুল ইসলাম।
২/ প্রধানমন্ত্রী - - তাজউদ্দিন আহমেদ।
৩/ রাষ্ট্রপতি - - শেখ মুজিবুর রহমান।
৪/ প্রধান বিচারপতি - - এ এস এম সায়েম।
৫/ এটর্নি জেনারেল - - এ এইচ খন্দকার।
৬/ সংসদ নির্বাচন - - ৭ মার্চ ১৯৭৩.
৭/ প্রেসিডেন্ট নির্বাচন - - ৩ জুন ১৯৭৮.
৮/ অস্থায়ী সরকার প্রতিষ্ঠা - - ১৭ এপ্রিল ১৯৭১.
৯/ গণপরিষদর অধিবেশন - - ১০ এপ্রিল ১৯৭২.
১০/ জাতীয় সংসদের স্পিকার - - মোহাম্মাদ উল্লাহ।
১১/ বানিজ্য জাহাজ - - বাংলার দূত।
১২/ রণতরী - - বি এন এস পদ্মা।
১৩/ পতাকা উত্তলন - - ২ মার্চ ১৯৭১.
১৪/ মুদ্রা চালু হয় - - ৪ মার্চ ১৯৭২.
১৫/ বিমান চালু হয় - - ৪ ফেব্রুয়ারি ১৯৭২.
১৬/ বিশ্ববিদ্যালয় - - ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল)।
১৭/ নির্বাচন কমিশনার - - বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস।
১৮/ বাংলা ছায়াছবি - - মুখ ও মুখোশ (১৯৫৬)।
১৯/ বিমানবাহিনী প্রধান - - এ.কে.খন্দকার।
২০/ নারী পাইলট - - কানিজ ফাতেমা রোকসানা।
২১/ নারী ব্যারিস্টার - - মিসেস রাবেয়া ভূঁইয়া।
২২/ নারী সচিব - - জাকিয়া আখতার।
২৩/ মুসলিম নারী ডাক্তার - - জোহরা বেগম কাজী।
২৪/ নারী রাষ্ট্রদূত - - তাহমিনা খান ডলি।
২৫/ নারী মুসলিম অভিনেত্রী - - বনানী চৌধুরী।
২৬/ নারী বিচারপতি - - নাজমুন আরা সুলতানা।
২৭/ অভিনেত্রী - - পূর্ণিমা সেনগুপ্তা।
২৮/ টেবলয়েড পত্রিকা - - দৈনিক মানবজমিন।
২৯/ উপজাতীয় রাষ্ট্রদূত - - শরবিন্দু শেখর চাকমা।
৩০/ আদমশুমারি - - ১৯৭৪ সাল।
৩১/ ক্যডেট কলেজ - - ফৌজদার ক্যাডেট কলেজ।
৩২/ ওয়ানডে সিরিজ জয় - - জিম্ববুয়ের সাথে।
৩৩/ রঙিন টেলিভিশন শুরু - - ১ ডিসেম্বর ১৯৮০.
৩৪/ গণপরিষদের স্পিকার - - শাহ আবদুল হামিদ।
৩৫/ প্রথম পানিশোধন প্রকল্প - - চাঁদনী ঘাট,ঢাকা।
৩৬/ ডিজিটাল টেলিফোন চালু - - ৪ জানুয়ারি ১৯৮০.
৩৭/ টেলিভিশনের কার্যক্রম শুরু - - ২৫ ডিসেম্বর ১৯৬৪.
৩৮/ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি - - পি জে হার্টস।
৩৯/ বাংলাদেশ ব্যাংকের গভর্ণর - - এ এন হামিদুল্লাহ।
৪০/ হাইকোর্টের মুসলিম বিচারপতি - - সৈয়দ মাহমুদ হাসান।
৪১/ প্রথম এভারেস্ট বিজয়ী - - মুসা ইব্রাহিম।
১/ অস্থায়ী রাষ্ট্রপতি - - সৈয়দ নজরুল ইসলাম।
২/ প্রধানমন্ত্রী - - তাজউদ্দিন আহমেদ।
৩/ রাষ্ট্রপতি - - শেখ মুজিবুর রহমান।
৪/ প্রধান বিচারপতি - - এ এস এম সায়েম।
৫/ এটর্নি জেনারেল - - এ এইচ খন্দকার।
৬/ সংসদ নির্বাচন - - ৭ মার্চ ১৯৭৩.
৭/ প্রেসিডেন্ট নির্বাচন - - ৩ জুন ১৯৭৮.
৮/ অস্থায়ী সরকার প্রতিষ্ঠা - - ১৭ এপ্রিল ১৯৭১.
৯/ গণপরিষদর অধিবেশন - - ১০ এপ্রিল ১৯৭২.
১০/ জাতীয় সংসদের স্পিকার - - মোহাম্মাদ উল্লাহ।
১১/ বানিজ্য জাহাজ - - বাংলার দূত।
১২/ রণতরী - - বি এন এস পদ্মা।
১৩/ পতাকা উত্তলন - - ২ মার্চ ১৯৭১.
১৪/ মুদ্রা চালু হয় - - ৪ মার্চ ১৯৭২.
১৫/ বিমান চালু হয় - - ৪ ফেব্রুয়ারি ১৯৭২.
১৬/ বিশ্ববিদ্যালয় - - ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল)।
১৭/ নির্বাচন কমিশনার - - বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস।
১৮/ বাংলা ছায়াছবি - - মুখ ও মুখোশ (১৯৫৬)।
১৯/ বিমানবাহিনী প্রধান - - এ.কে.খন্দকার।
২০/ নারী পাইলট - - কানিজ ফাতেমা রোকসানা।
২১/ নারী ব্যারিস্টার - - মিসেস রাবেয়া ভূঁইয়া।
২২/ নারী সচিব - - জাকিয়া আখতার।
২৩/ মুসলিম নারী ডাক্তার - - জোহরা বেগম কাজী।
২৪/ নারী রাষ্ট্রদূত - - তাহমিনা খান ডলি।
২৫/ নারী মুসলিম অভিনেত্রী - - বনানী চৌধুরী।
২৬/ নারী বিচারপতি - - নাজমুন আরা সুলতানা।
২৭/ অভিনেত্রী - - পূর্ণিমা সেনগুপ্তা।
২৮/ টেবলয়েড পত্রিকা - - দৈনিক মানবজমিন।
২৯/ উপজাতীয় রাষ্ট্রদূত - - শরবিন্দু শেখর চাকমা।
৩০/ আদমশুমারি - - ১৯৭৪ সাল।
৩১/ ক্যডেট কলেজ - - ফৌজদার ক্যাডেট কলেজ।
৩২/ ওয়ানডে সিরিজ জয় - - জিম্ববুয়ের সাথে।
৩৩/ রঙিন টেলিভিশন শুরু - - ১ ডিসেম্বর ১৯৮০.
৩৪/ গণপরিষদের স্পিকার - - শাহ আবদুল হামিদ।
৩৫/ প্রথম পানিশোধন প্রকল্প - - চাঁদনী ঘাট,ঢাকা।
৩৬/ ডিজিটাল টেলিফোন চালু - - ৪ জানুয়ারি ১৯৮০.
৩৭/ টেলিভিশনের কার্যক্রম শুরু - - ২৫ ডিসেম্বর ১৯৬৪.
৩৮/ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি - - পি জে হার্টস।
৩৯/ বাংলাদেশ ব্যাংকের গভর্ণর - - এ এন হামিদুল্লাহ।
৪০/ হাইকোর্টের মুসলিম বিচারপতি - - সৈয়দ মাহমুদ হাসান।
৪১/ প্রথম এভারেস্ট বিজয়ী - - মুসা ইব্রাহিম।বাংলাদেশের প্রথম:-
১/ অস্থায়ী রাষ্ট্রপতি - - সৈয়দ নজরুল ইসলাম।
২/ প্রধানমন্ত্রী - - তাজউদ্দিন আহমেদ।
৩/ রাষ্ট্রপতি - - শেখ মুজিবুর রহমান।
৪/ প্রধান বিচারপতি - - এ এস এম সায়েম।
৫/ এটর্নি জেনারেল - - এ এইচ খন্দকার।
৬/ সংসদ নির্বাচন - - ৭ মার্চ ১৯৭৩.
৭/ প্রেসিডেন্ট নির্বাচন - - ৩ জুন ১৯৭৮.
৮/ অস্থায়ী সরকার প্রতিষ্ঠা - - ১৭ এপ্রিল ১৯৭১.
৯/ গণপরিষদর অধিবেশন - - ১০ এপ্রিল ১৯৭২.
১০/ জাতীয় সংসদের স্পিকার - - মোহাম্মাদ উল্লাহ।
১১/ বানিজ্য জাহাজ - - বাংলার দূত।
১২/ রণতরী - - বি এন এস পদ্মা।
১৩/ পতাকা উত্তলন - - ২ মার্চ ১৯৭১.
১৪/ মুদ্রা চালু হয় - - ৪ মার্চ ১৯৭২.
১৫/ বিমান চালু হয় - - ৪ ফেব্রুয়ারি ১৯৭২.
১৬/ বিশ্ববিদ্যালয় - - ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল)।
১৭/ নির্বাচন কমিশনার - - বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস।
১৮/ বাংলা ছায়াছবি - - মুখ ও মুখোশ (১৯৫৬)।
১৯/ বিমানবাহিনী প্রধান - - এ.কে.খন্দকার।
২০/ নারী পাইলট - - কানিজ ফাতেমা রোকসানা।
২১/ নারী ব্যারিস্টার - - মিসেস রাবেয়া ভূঁইয়া।
২২/ নারী সচিব - - জাকিয়া আখতার।
২৩/ মুসলিম নারী ডাক্তার - - জোহরা বেগম কাজী।
২৪/ নারী রাষ্ট্রদূত - - তাহমিনা খান ডলি।
২৫/ নারী মুসলিম অভিনেত্রী - - বনানী চৌধুরী।
২৬/ নারী বিচারপতি - - নাজমুন আরা সুলতানা।
২৭/ অভিনেত্রী - - পূর্ণিমা সেনগুপ্তা।
২৮/ টেবলয়েড পত্রিকা - - দৈনিক মানবজমিন।
২৯/ উপজাতীয় রাষ্ট্রদূত - - শরবিন্দু শেখর চাকমা।
৩০/ আদমশুমারি - - ১৯৭৪ সাল।
৩১/ ক্যডেট কলেজ - - ফৌজদার ক্যাডেট কলেজ।
৩২/ ওয়ানডে সিরিজ জয় - - জিম্ববুয়ের সাথে।
৩৩/ রঙিন টেলিভিশন শুরু - - ১ ডিসেম্বর ১৯৮০.
৩৪/ গণপরিষদের স্পিকার - - শাহ আবদুল হামিদ।
৩৫/ প্রথম পানিশোধন প্রকল্প - - চাঁদনী ঘাট,ঢাকা।
৩৬/ ডিজিটাল টেলিফোন চালু - - ৪ জানুয়ারি ১৯৮০.
৩৭/ টেলিভিশনের কার্যক্রম শুরু - - ২৫ ডিসেম্বর ১৯৬৪.
৩৮/ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি - - পি জে হার্টস।
৩৯/ বাংলাদেশ ব্যাংকের গভর্ণর - - এ এন হামিদুল্লাহ।
৪০/ হাইকোর্টের মুসলিম বিচারপতি - - সৈয়দ মাহমুদ হাসান।
৪১/ প্রথম এভারেস্ট বিজয়ী - - মুসা ইব্রাহিম।
Tuesday, May 22, 2018
গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা- ২০১৬ এর ফলাফল প্রকাশ
আজ ২২ মে, ২০১৮ ইং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা- ২০১৬ এর ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন পর্যন্ত জানা মতে,এই বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ইনস্টিটিউট অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, বরিশাল, এর শিক্ষার্থী সুশান্ত কর্মকার ৭১১ (১০০০ এর মধ্যে) নম্বর পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম হয়েছেন। সুশান্ত কর্মকারের রোল নং- ১৫৬২৬০০০৭১১।
Result Link: Click Here for Result
অনেক অপেক্ষার পর আজ ফলাফল প্রকাশের মধ্য দিয়ে তারা অভিশাপ থেকে মুক্তি পেল। ১ বছরের ডিপ্লোমা হওয়া সত্ত্বেও তাদের এই ফলাফল পেতে সময় লেগেছে প্রায় ৩ বছর। যার ফলে অনেকের চাকরির সম্ভাবনা থাকলেও আজ তাঁরা আছেন অনেক ঝুকির মধ্যে। কারণ, এই তিন বছরে অন্যান্য প্রতিষ্ঠান থেকে হাজার হাজার শিক্ষার্থী পাস করে সনদ পেয়ে গেছেন।
এরপর, জাতীয় বিশ্ববিদ্যালয় ও স্যারদের সহযোগীতার মাধ্যমে পরবর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একটু আশার আলো দেখলেও এখন তাদের আশার প্রদীপটি নিভু নিভু করছে। কারণ, পরবর্তী ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও একই সমস্যার সম্মুখীন। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করার পরও হাইকোর্টের নির্দেশে পরীক্ষা স্থগিত হয়ে যায়। এই শিক্ষাবর্ষের পরীক্ষা কবে শুরু হবে তা নিয়েও অনিশ্চিয়তা রয়েছে। ২০১৬-১৭ শিক্ষবর্ষের পরীক্ষা স্থগিত হওয়ায় কারণে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও অনেক বিপাকে রয়েছে। কারণ, আগের বছরের পরীক্ষা না হওয়া পর্যন্ত তাদের পরীক্ষা হবে না। কিন্তু দেখতে দেখতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস প্রায় শেষের দিকে। ইদুল-ফিতর এর পর থেকে আবার নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ ২০১৮-১৯ এর ক্লাস শুরু হবে। যার মাধ্যমে আবারও সেশনজোট এর সম্ভাবনা দেখা দিচ্ছে।
সর্বপরি, জাতীয় বিশ্ববিদ্যালয় ও আমাদের স্যারদের প্রতি আমাদের আকুল আবেদন এই যে, হাই কোর্টের সমস্যার সমাধানের মাধ্যমে দ্রুত আমাদের পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিবেন।
Result Link: Click Here for Result
অনেক অপেক্ষার পর আজ ফলাফল প্রকাশের মধ্য দিয়ে তারা অভিশাপ থেকে মুক্তি পেল। ১ বছরের ডিপ্লোমা হওয়া সত্ত্বেও তাদের এই ফলাফল পেতে সময় লেগেছে প্রায় ৩ বছর। যার ফলে অনেকের চাকরির সম্ভাবনা থাকলেও আজ তাঁরা আছেন অনেক ঝুকির মধ্যে। কারণ, এই তিন বছরে অন্যান্য প্রতিষ্ঠান থেকে হাজার হাজার শিক্ষার্থী পাস করে সনদ পেয়ে গেছেন।
এরপর, জাতীয় বিশ্ববিদ্যালয় ও স্যারদের সহযোগীতার মাধ্যমে পরবর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একটু আশার আলো দেখলেও এখন তাদের আশার প্রদীপটি নিভু নিভু করছে। কারণ, পরবর্তী ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও একই সমস্যার সম্মুখীন। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করার পরও হাইকোর্টের নির্দেশে পরীক্ষা স্থগিত হয়ে যায়। এই শিক্ষাবর্ষের পরীক্ষা কবে শুরু হবে তা নিয়েও অনিশ্চিয়তা রয়েছে। ২০১৬-১৭ শিক্ষবর্ষের পরীক্ষা স্থগিত হওয়ায় কারণে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও অনেক বিপাকে রয়েছে। কারণ, আগের বছরের পরীক্ষা না হওয়া পর্যন্ত তাদের পরীক্ষা হবে না। কিন্তু দেখতে দেখতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস প্রায় শেষের দিকে। ইদুল-ফিতর এর পর থেকে আবার নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ ২০১৮-১৯ এর ক্লাস শুরু হবে। যার মাধ্যমে আবারও সেশনজোট এর সম্ভাবনা দেখা দিচ্ছে।
সর্বপরি, জাতীয় বিশ্ববিদ্যালয় ও আমাদের স্যারদের প্রতি আমাদের আকুল আবেদন এই যে, হাই কোর্টের সমস্যার সমাধানের মাধ্যমে দ্রুত আমাদের পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিবেন।
Sunday, May 20, 2018
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৮ পরীক্ষাঃ ২০ এপ্রিল ২০১৮
প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়া প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন দেশের ১২ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’ লিখিত পরীক্ষা ২০ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’ লিখিত পরীক্ষা আজ ২০ এপ্রিল (শুক্রবার) সকাল ১০ টা থেকে বেলা ১১ টা ২০ মিনিট পর্যন্ত মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ঝালকাঠি, নারায়ণগঞ্জ, বরগুনা, ফেনী, লক্ষ্মীপুর ও জয়পুরহাট জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়
= রেডক্রস
ঢাকায় প্রথম রাজধানী স্থাপন করেন
= জাহাঙ্গীর
বাংলাদেশের সীমান্তবর্তী দেশ
= মিয়ানমার
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি দেশের উপকূলের ভিত্তি হতে মহীসোপানের সীমা
= ৩৫০ কি. মি.
বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী
= সেতারা বেগম
প্রাচীন বাংলার প্রথম নরপতি
= শশাংক
প্রাচীন বাংলার জনপদ নয়
= মৌর্য
বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী
= কর্ণফুলি
ডেটার বড় একক
_ টেরাবাইট
বাদুড অন্ধকারে কিভাবে দিক নির্ণয় করে
= আলট্রাসনিক শব্দ সৃষ্টি করে
বাংলা লেখার সফটওয়্যার
= বিজয়
চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না
= পিতল
মৌলিক পদার্থ
= লোহা
বাংলাদেশের ১ ম এভারেস্ট জয়ী নারী
= নিশাত মজুমদার
বীর শ্রেষ্ট নয়
= আব্দুর রহিম
ক্লোন করা ১ ম ভেড়া
= ডলি
বিশ্বের রাজধানী
= নিউইয়র্ক
মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র বিরোধ সংক্রান্ত মামলার রায়
= ১৪ মার্চ , ২০১২
সম্প্রতি ঘোষিত অধরা সংস্কৃতি ঐতিহ্য
= মঙ্গল শোভাযাত্রা
১। প্রাচীন এর বিপরীত শব্দ
= অর্বাচীন
২। নন্দিত এর এর বিপরীত শব্দ
= নিন্দিত
৩।বহুব্রীহি সমাস কত প্রকার
=৮
৪। দেশের জন্য সেবা করা । দেশের কোন কারক ও বিভক্তি
=কর্তার শুন্য
৫। কথায় বর্ণনা করা যায় না - এক কথায় কি হবে ?
= অনির্বচনীয়
৬। কোনটি শুদ্ধ বানান
= আদ্যোক্ষর
৭। নিকুঞ্জ অর্থ
= বাগান
৮। প্রত্যুষ এর সন্ধি বিচ্ছেদ
= প্রতি + ঊষ
৯। মাথা খাও ভুলিওনা খেয়ো মনে করে । মাথা খাও কি অর্থে ব্যবহৃত
= মাথার দিব্যি
১০। লোক সাহিত্য কী ?
= সাধারণ লোকের মুখে প্রচলিত গান , ছডা , কবিতা
১১। নীল লোহিত কার ছদ্মনাম
= সুনীল
১২। দুর্দান্ত এর বিপরীত শব্দ
= নিরীহ
১৩। টাপুর টুপুর কোন ধরনের দ্বিরুক্তি শব্দ ?
= ধনাত্মক
১৪। কুপনের কালা চাঁদ বাগধারাটির অর্থ
= অপদার্থ
১৫।শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল - কোন সমাস
= অব্যয়ীভাব
- [ ] ১৭। অন্বেষণ এর সন্ধিবিচ্ছেদটি
= অনু + এষণ
১৮। Diamond cuts diamond অর্থ
= মানিকে মানিক চেনে
১৯। বরণের যোগ্য যিনি
= বরেণ্য
২০। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ : সৌভাগ্যের বিষয়
ইংরেজি অংশের সমাধান
1, the singular of 'leaves'
= leaf
2.I prefer tea --- coffee
= to
3.We were watching the news when the telephone
=rang
4.The sentence " empty vessels sound much' refers
= A little learning is dangerous thing
5.the roads of the Dhaka are wider
= than those of sylhet
6.She asked me ' Are you happy in new job? Indirect sp
= She asked me If I was happy in my new job.
7.precedence means
= A matter of deal with
8.dissimilar pair
= prevent : preserve
9.Infancy
= abstract noun
10.He prefers -- European
= a
11.correction
= you , he , I
12.spelling
=Accelerate
13.correction
= He was hanged for murder
14.Among used
= more than two
15.Deliberate means
= known
16.Everything
= pronoun
17.I have to do it . ( passive)
= I has to be done by me
18.It is now 11 a.m . The sun --- in the eastern sky
= is shining
19.prior to means
= before
কার্টেসীঃ জাকির স্যার
জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়
= রেডক্রস
ঢাকায় প্রথম রাজধানী স্থাপন করেন
= জাহাঙ্গীর
বাংলাদেশের সীমান্তবর্তী দেশ
= মিয়ানমার
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি দেশের উপকূলের ভিত্তি হতে মহীসোপানের সীমা
= ৩৫০ কি. মি.
বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী
= সেতারা বেগম
প্রাচীন বাংলার প্রথম নরপতি
= শশাংক
প্রাচীন বাংলার জনপদ নয়
= মৌর্য
বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী
= কর্ণফুলি
ডেটার বড় একক
_ টেরাবাইট
বাদুড অন্ধকারে কিভাবে দিক নির্ণয় করে
= আলট্রাসনিক শব্দ সৃষ্টি করে
বাংলা লেখার সফটওয়্যার
= বিজয়
চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না
= পিতল
মৌলিক পদার্থ
= লোহা
বাংলাদেশের ১ ম এভারেস্ট জয়ী নারী
= নিশাত মজুমদার
বীর শ্রেষ্ট নয়
= আব্দুর রহিম
ক্লোন করা ১ ম ভেড়া
= ডলি
বিশ্বের রাজধানী
= নিউইয়র্ক
মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র বিরোধ সংক্রান্ত মামলার রায়
= ১৪ মার্চ , ২০১২
সম্প্রতি ঘোষিত অধরা সংস্কৃতি ঐতিহ্য
= মঙ্গল শোভাযাত্রা
১। প্রাচীন এর বিপরীত শব্দ
= অর্বাচীন
২। নন্দিত এর এর বিপরীত শব্দ
= নিন্দিত
৩।বহুব্রীহি সমাস কত প্রকার
=৮
৪। দেশের জন্য সেবা করা । দেশের কোন কারক ও বিভক্তি
=কর্তার শুন্য
৫। কথায় বর্ণনা করা যায় না - এক কথায় কি হবে ?
= অনির্বচনীয়
৬। কোনটি শুদ্ধ বানান
= আদ্যোক্ষর
৭। নিকুঞ্জ অর্থ
= বাগান
৮। প্রত্যুষ এর সন্ধি বিচ্ছেদ
= প্রতি + ঊষ
৯। মাথা খাও ভুলিওনা খেয়ো মনে করে । মাথা খাও কি অর্থে ব্যবহৃত
= মাথার দিব্যি
১০। লোক সাহিত্য কী ?
= সাধারণ লোকের মুখে প্রচলিত গান , ছডা , কবিতা
১১। নীল লোহিত কার ছদ্মনাম
= সুনীল
১২। দুর্দান্ত এর বিপরীত শব্দ
= নিরীহ
১৩। টাপুর টুপুর কোন ধরনের দ্বিরুক্তি শব্দ ?
= ধনাত্মক
১৪। কুপনের কালা চাঁদ বাগধারাটির অর্থ
= অপদার্থ
১৫।শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল - কোন সমাস
= অব্যয়ীভাব
- [ ] ১৭। অন্বেষণ এর সন্ধিবিচ্ছেদটি
= অনু + এষণ
১৮। Diamond cuts diamond অর্থ
= মানিকে মানিক চেনে
১৯। বরণের যোগ্য যিনি
= বরেণ্য
২০। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ : সৌভাগ্যের বিষয়
ইংরেজি অংশের সমাধান
1, the singular of 'leaves'
= leaf
2.I prefer tea --- coffee
= to
3.We were watching the news when the telephone
=rang
4.The sentence " empty vessels sound much' refers
= A little learning is dangerous thing
5.the roads of the Dhaka are wider
= than those of sylhet
6.She asked me ' Are you happy in new job? Indirect sp
= She asked me If I was happy in my new job.
7.precedence means
= A matter of deal with
8.dissimilar pair
= prevent : preserve
9.Infancy
= abstract noun
10.He prefers -- European
= a
11.correction
= you , he , I
12.spelling
=Accelerate
13.correction
= He was hanged for murder
14.Among used
= more than two
15.Deliberate means
= known
16.Everything
= pronoun
17.I have to do it . ( passive)
= I has to be done by me
18.It is now 11 a.m . The sun --- in the eastern sky
= is shining
19.prior to means
= before
কার্টেসীঃ জাকির স্যার
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৮ পরীক্ষাঃ ১১ মে ২০১৮
১. 7P^2-P-4 এর একটি উৎপাদক হবে-
উত্তর: p-4
২. লম্ফ প্রদান করিল এর চলিত রুপ-?
উত্তর: লাফ দিল
3. x+y=12 and x-y=8 হলে xy=?
উত্তর: 20
৪. The word American is-
উত্তর:Both Noun and Adjective
৫. দুটি সংখ্যার লসাগু ও এর গুণফল সংখ্যা দুটির-?
উত্তর: কোনটিও নয়
৬. মোডেমের মাধ্যমে কম্পিঊটারের-?
উত্তর: ইন্টানেট সংযোগ করা হয়?
৭. He is confident …. successes-?
উত্তর: To
৮. দহগ্রাম ছিটমহল কোন জেলায়-?
উত্তর: লালমনিরহাট
৯. কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত
উত্তর: ৩৬০°
১০.White elephant meaning-?
উত্তর: A very costly and troublesome possession .
১১. দিবারাত্রির কাব্য কার লেখা-?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়
১২. Correct sentence-?
উত্তর: The man appears to be stronger than any other living man
১৩. কোনটি বৃটিশ আমলের স্থাপত্য-
উত্তর:কার্জন হল, ঢাকা।
১৪. মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি-?
উত্তর: মনস্+ঈষা
১৫. একটি কলম ও বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মুল্য ১৫ টাকা বেশি এবং বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?
উত্তর: ৪৬ টকা
১৬)কাজী নজরুল ইসলামের পালা স্মৃতিবিজড়িত ময়মনসিংহের স্থানটি নাম কি?
উত্তর: দরিরামপুর
১৭)তিস্তা নদীর উৎপত্তিস্থল?
উত্তর: সিকিমের পর্বত অঞ্চল থেকে
১৮)কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৮ এর বর্গমূল হবে?
উত্তর: ৩৬১৯
১৯)The chairman and secretary ……… present at the last meeting.
উত্তর: Were.
২০)Which one of the following is an adverb? উত্তর: something
২১)বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয়-?
উত্তর: বনানী ( বনানী মানে- বন)
২২) মুক্তিযুদ্ধের সময় কোন তারিখে বুদ্ধিজীবীদের হত্যা উত্তর:করা হয়?
উত্তর:১৪ ডিসেম্বর ১৯৭১
২৩)মানবদেহের কোষে কত জোড়া ক্রোমজোম থাকে-
উত্তর: ২৩ জোড়া
২৪)Correct sentence:
উত্তর: Airport is a busy place.
২৫)ধীমান অর্থ-?
উত্তর: বুদ্ধিমান
২৬) সরকারের কর বহির্ভূত রাজস্ব –
উত্তর: টোল ও লেভী কি
২৭)Correct Sentence:
উত্তর: The shirt which he has bought is blue in color.
২৮) বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে-?
উত্তর:বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
২৯)ইউরিয়া সারের সর্বাধিক কত ভাগ নাইট্রোজেন থাকে?
উত্তর: ৪৬ ভাগ
৩০) x/y এর সাথে কত যোগ করলে 2y/x হবে?
উত্তর:2y2 - x2/xy
৩১)‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ?
উত্তর: পার্থক্য বা ভেদাভেদ
৩২) Common gender?
উত্তর: Teacher
৩৩)ভারত শ্রীলঙ্কা কে পৃথক করেছে?
উত্তর: পক প্রণালী
৩৪)কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে-?
উত্তর:ইউনেস্কো
৩৫) a² + 1/a²= 2 হলে a-1/a=?
উত্তর: 0
৩৬)সারাংশে নিচের কোনটি প্রয়োজন নেই?
উত্তর: অলঙ্কার
৩৭) চলিত রীতির শব্দ?
উত্তর: তুলা
৩৮)A Tale of Two Cities written by?
উত্তর: Charles Dickens
৩৯) সম্বোধন এর পরে বসে?
উত্তর:কমা
৪০) অনিল বাগচীর একদিন এর লেখক?
উত্তর: হুমায়ূন আহমেদ
৪১) যে পরিমান খাদ্য ২০০ জন লোকের ২০ সপ্তাহ চলে ওই পরিমান খাদ্য কতজনের ৬ সপ্তাহ চলবে?
উত্তর: ৬০০ জন
৪২)Fill in the Gap: Today ——people who enjoy cricket is bigger than that of 30 years ago.
উত্তর: the number of
৪৩)CPU এর পূর্ণরূপ কী ?
উত্তর: Central Processing Unit
৪৪) উভয় লিঙ্গ?
উত্তর:মানুষ
৪৫) Antonym of the word “delete”?
উত্তর:Insert
৪৬)‘কর্মে যার ক্লান্তি নেই‘- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
উত্তর: অক্লান্ত কর্মী
৪৭)Which is one is correct?
উত্তর: Achievement
৪৮)একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির চাঁদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
উত্তর- ৪১ ফুট
৪৯)What is the Passive voice of “ Who did this”?
উত্তর: By whom was this done
৫০. হাভাতে অর্থ?
উত্তর: হতভাগ্য
৫১. ১ সমস্ত ২/৩ এর ১/৫ ÷ ১/৯ =কত?
উত্তর: ৩
৫২. Narration: He said, I can do the work?
উত্তর: He said that he could do the work
৫৩. We could not buy anything because — of the shops was open?
উত্তর: None
৫৪. কোনটি আফ্রিকা মহাদেশের দেশ নয়?
উত্তর: আলবেনিয়া
৫৫. Correct spelling:?
উত্তর: Diarrhoea
৫৬) পিসি কালচার বলতে কি বুঝায়?
উত্তর: মৎস্য চাষ
৫৭)"A child likes sweets only" the negative form of the sentence is?
উত্তর: A Child Likes nothing but sweets.
৫৮) নিচের কোন দেশটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট G-8 এর সদস্য নয়?
উত্তর: রাশিয়া
৫৯) Rahim discourages me…… borrowing.
উত্তর: from
৬০) স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তর: ১১টি।
৬১) ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
উত্তর: ১০%
#সমাধানঃ দেওয়া আছে, P1= 500 টাকা
n1=4 বছর , P2=600 টাকা এবং , n2= 5 বছর।
ধরি, মানাফার হার = x%
আমরা জানি, I=Prn
শর্তমতে,
P1r1n1 + P2r2n2 = 500
বা, (৫০০×x/100 × 4 ) + ( 600 × x/100 × 5) = 500
বা, ২০x + 30x = 500
বা, ৫০x = 500
বা x = ৫০০/৫০
= ১০
নির্ণেয় মুনাফার হার = ১০% (উত্তর)
৬২) একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
উত্তর: ১৫০৬৩.
৬৩)একটি বাঁশের ১/৪ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে । বাঁশটির দৈর্ঘ্য কত?
উত্তর: ২০ মিটার
৬৪) চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৭৫০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া যায়। ১ কেজি চালের পুর্বমুল্য কত?
উত্তরঃ ২৫
৬৫. ০.০০১ ÷ ০.১×০.১
উত্তর:০. ১
৬৬. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব-
উত্তর: বীরশ্রেষ্ঠ
৬৭. বজ্রপাতের সময় থাকতে হবে?
উত্তর: গুহার ভেতরে বা মাটিতে শুয়ে
৬৮. Opposite of Liability
উত্তর: Asset
৬৯. টাকায় ৫ টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রি করতে হবে?
উত্তর: ৭০
৭০) ৭৫০০ টাকার ১ ঃ ২ঃ ৩ঃ ৪ঃ ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য?
উত্তর: ২০০০
৭১)১০০ জন শিক্ষার্থীর পরীসংখানের গর নম্বর ৭০ এদের মধ্যে ৬০ ছাত্রীর গড় নম্বর ৭৫ হলে ছাত্রদের নম্বর কত?
উত্তর: ৬২.৫
৭৩) কপোত অর্থ?
উত্তর: কবুতর
৭৩. সংযোজ্ঞাপক সর্বনাম?
উত্তর: যে
৭৪)যার আগমনে কোনো তিথি নেই?
উত্তর: অতিথি
৭৫)কোন বানানটি সঠিক?
উত্তর: ষান্মাসিক
৭৬) কোনটি সঠিক বানান?
উত্তর: নিশীথিনী
৭৭) সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশী হবে না?
উত্তর:২১০
৭৮)সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর: প্রত্যয়
৭৯)উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উত্তর: নাটোর
৮০)কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত
উত্তর: নওগা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নের সমাধান- ২০১৮ পরীক্ষাঃ ১৮ মে ২০১৮
পদের নাম ও সংখ্যাঃ সহকারী লাইব্রেরীয়ান কাম ক্যাটালগার এবং উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক
পরীক্ষা হয়েছে আজঃ বিকালে
পরীক্ষার প্রশ্নের সমাধানঃ
১. বর্ণ- ধ্বনি নির্দেশক চিহ্ন
২. .001 × .000875 = .000000875
৩. ‘সকল শিক্ষকগণ আজ উপস্থিত’ বাক্যে কিসের দোষ আছে?- বাহুল্য দোষ
৪. সে হাসিতে হাসিতে ঘরে ঢুকলো- He entered the room laughing
৫. ৩০টি আম এবং ৩৬ টি লিচু কত জন বালক কে সমান ভাবে ভাগ করা যাবে- ৬জন
৬. ৫ জন তাঁত শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে ?- ৫ দিন
৭. কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর। এর একবাহুর দৈর্ঘ্য কত গজ?- ২২০ গজ
৪৮৪০ বর্গগজ= ১ একর, তাইলে ১০ একর= ৪৮৪০০ বর্গগজ, এখন বর্গের ক্ষেত্রফল হলো- ৪৮৪০০ বর্গগজ, এতএব এক বাহু-√৪৮৪০০= ২২০ গজ
৮. ”সব ঝিনুকে মুক্তা মিলে না” বাক্যে “ঝিনুকে” কোন কারকে কোন বিভক্তি? – অপাদানে ৭মী
৯. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সে.মি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?- ২৫ বর্গসে.মি
১০. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম- ১১/১৪
১১. ঔ কোন ধরণের স্বরধ্বনি – যোগিক
১২. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়- ১৯২১ সালে
১৩. পাকিস্থানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন- ধীরেন্দ্র নাথ দত্ত
১৪. The child cried for —– mother- it’s
১৫. এক দশমাংশ , এক- শতাংশ এবং এক সহস্রাংশ এর গড়- ০.০৩৭
১৬. ‘মাছের মা’ বাগধারার অর্থ-নিষ্ঠুর
১৭. Voice- He wished Mr. kamal good morning
১৮. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?-পঞ্চগড়
১৯. প্র, পরা, অপ , সম , ইন কোন ধরণের উপসর্গ – তৎসম
২০. সে সাঁতার কাটতে জানে না অনুবাদ – He does not know how to swim
২১. ভূ-মধ্যসাগরীয় দেশ - আলজেরিয়া
২২. হাসান বই পড়ছে - ঘট্মান বর্তমান
২৩. a^2=9, b^2=16 হলে, a+b= ? - 7
২৪. কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম-MS DOS
২৫. শব্দ ও ধাত্রুর মূলক বলে- প্রকৃতি
২৬. কোন একটি জিনিস নির্নাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাবে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০টাকা হয় , তবে খুচরা মূল্য কত -১৪৪টাকা
২৭. ঋজু শব্দের বিপরীত- সোজা
২৮. Voice change- We don’t respect dishonest people- Dishonest people are not respected by us
২৯. Synonym of commemorate- Memorize
৩০. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরম পত্র পাঠ করতেন-- এম আর আখতার মুকুল
৩১.অনুসর্গ সাধারণ কোথায় বসে - শব্দের পরে
৩২. কাক ভুষণ্ডি অর্থ -দীর্ঘায়ু ব্যক্তি
৩৩. স্টিফেন হকিং বিস্বের একজন খুব বিখ্যাত- পদার্থবিদ
৩৪. একটি সরল রেখায় লম্ব করলে কয়টি সমকোণ পাওয়া যায়- ২ টি
৩৫. কোন শ্রেণির ১২ জন ছাত্রের কোন পরীক্ষায় ফলাফলের গড় ৭০অপর ১৮ জনের গড় ৮০. তাইলে ৩০ জনের বার্ষিক গড় কত?- ৭৬
৩৬. a-b=4 ab=3 হলে a3-b3= 100
৩৭. এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর - ম্যানিলা
৩৮. কোন সংখ্যাকে ৪ ও ৬ দেয়ারা ভাগ করলে প্রতিক্ষেতে ভাগশেষ ২ থাকে- ১৪
৩৯. যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানেনা এককথায় -অজ্ঞাতকুলশীল
৪০. গেরিলা ছবির নির্মাতা কে?-নাসির উদ্দিন ইউসুফ
৪১. নিচের কোন ব্যক্তি জাতিসংঘের মহাসচিব ছিলেন না- আমর বিন আস
৪২. Thief এর plural - Thieves
৪৩. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন- উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি
৪৪. বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলা হয়- পদ
৪৫. কনর্সাট ফর বাংলাদেশ -১৯৭১ এর পধান শিল্পীকে - জর্জ হ্যারিসন
৪৬. বাশের কেল্লাখ্যাত সংগ্রামী- তিতুমীর
৪৭. I have Read ৪৮. ECNEC এর চেয়ারপারসন কে?- প্রধানমন্ত্রী
৪৯. (2x+5) (x-3)
৫০. My friend always goes home ---- foot. - on
৫১. 'প্রকৃত' এর সমার্থক পদ কোনটি?-যথার্থ
৫২. পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে? সন্ধি
৫৩. অ্যালটিমিটার কি- উচ্চতা পরিমাপক যন্ত্র
৫৪. The passive voice of "post the letter" is ---- Let the letter be posted
৫৫. শুদ্ধ বাক্য- দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
৫৬. আগুনের পরশিমুণি রচিয়তা - হুমায়ূন আহমেদ
৫৭. Teacher said , The earth ---- Round the sun. -moves
৫৮. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ঃ৪ঃ৫ হলে তিন কোণের মান কত- ৪৫,৬০,৭৫ ৫৯. কুদরত-এ-খুদা শিক্ষা কমিশন অকত সালে গঠিত হয়-১৯৭২ সাল
৬০. Which is of the following used as verb- Master
৬১. Julia has been illl-----three months.- for
৬২. What do you want? She asked him- She asked him what he wanted.
৬৩. Preposition stand before- Noun and pronoun
৬৪. ১০বছরে
৬৫. What kind of noun discipline? –Abstract Noun
৬৬. ৫৪ ৬৭. ২০৭৪০ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত?- ১৪৪
৬৮.A basket rotten oranges -----thrown away .
৬৯. জলে স্থলে কি সমাস - অলুক দ্বন্দ্ব
৭০. তেভাগা আন্দোলনের নেত্রী- ইলা মিত্র
Saturday, May 19, 2018
২০১৪ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার Admit card প্রকাশ পরীক্ষার তারিখঃ ২৬-০৫-২০১৮
২০১৪ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার Admit card প্রকাশ
পরীক্ষার তারিখঃ ২৬-০৫-২০১৮
Admit Link: Click Here for Admit
পরীক্ষার তারিখঃ ২৬-০৫-২০১৮
Admit Link: Click Here for Admit
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি- যেভাবে নিবেন প্রস্তুতিঃ
আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভাল আছেন। বর্তমানে দেশের শিক্ষিত বেকারদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটি চাকরি। কারন একটি চাকরির সাথে জড়িয়ে আছে আপনার জীবনের অনেককিছু। চাকরি প্রার্থীদের মধ্যে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতে চান তারা কিভাবে প্রস্তুতি নিবেন আজ তা নিয়ে লিখছি।
এই পরীক্ষার মোট নম্বর ১০০, এর মধ্যে লিখিত পরীক্ষার নম্বর ৮০ আর মৌখিক পরীক্ষার নম্বর ২০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা নেয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। বিষয় গুলো হচ্ছে বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০ টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ চারটি উত্তর ভুল হলেই প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা যাবে।
আপনাকে প্রতিটি বিষয়ের জন্যই আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। আপনি যদি ৮০ এর মধ্যে ৭০+ নম্বর পান তাহলে আপনি সেইফ থাকবেন। তাই প্রস্তুতি নিতে হবে ভালভাবে। কোন অবহেলা করা যাবেনা। কারন আপনাকে কয়েক লক্ষ প্রার্থীর সাথে প্রতিযোগিতা করতে হবে আর একটি চাকরির সাথে আপনার জীবন ও ভবিষ্যৎ জড়িত।
কি কি পড়বেন ও কিভাবে পড়বেন-
বাংলাঃ প্রথমেই আসি বাংলা নিয়ে। বাংলা অংশে ব্যাকরণের ওপর বেশি জোর দিতে হবে। অষ্টম ও নবম-দশম শ্রেণির বোর্ড প্রণীত ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ ভালোভাবে পড়তে হবে। জানতে হবে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। এসএসসি বোর্ড বইয়ের লেখক পরিচিতি বা সাহিত্যিক পরিচিতি অংশ পড়লে অনেকটা সহায়ক হবে। পিএসসি নির্ধারিত ১১ জন সাহিত্যিক সম্পর্কে পড়বেন। ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এককথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে। সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচয়িতা, কবিতার লাইন উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন আসতে পারে।
এই সব গুলো বিষয় বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট বই থেকে বা অন্য যে কোন গাইডে গুছিয়ে দেওয়া আছে। সেখান থেকে পড়তে পারেন।
ইংরেজিঃ ইংরেজি গ্রামারের Right forms of verb, Tense, Preposition, Parts of Speech, Voice, Narration, Spelling, Sentence Correction- থেকে প্রশ্ন আসে। Advance Learners by Chowdhury and Hossain বা অন্য যে কোন গ্রামার বই থেকে গ্রামারের এই টপিকস গুলো উদাহরণসহ পড়ুন। মুখস্থ করতে হবে Phrase and Idoims, Synonym, Antonym।
ইংরেজি থেকে বাংলা অনুবাদও পড়তে হবে। এজন্য ২০১৫-১৭ সালের বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করতে পারেন।
এজন্য বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট বইয়ের ইংরেজি অংশটুকু ভালভাবে পড়তে পারেন।
গণিত : এই অংশে মার্কস পাওয়া তুলনামূলক ভাবে সহজ। প্রতিদিন ২-৩ ঘণ্টা গণিত প্রাকটিস করা দরকার। পাটিগণিতের পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদকষা, লাভক্ষতি, ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে। বীজগণিতের সাধারণ সূত্রাবলী থেকে প্রশ্ন থাকে। মুখে মুখে ও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফল বের করার প্র্যাকটিস করতে হবে। যাতে প্রশ্ন দেখামাত্রই সূত্র প্রয়োগ করে ফল বের করা যায়। জ্যামিতির জন্য ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদির সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ প্রাকটিস করবেন। মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবই যেমন অষ্টম ও নবম-দশম শ্রেণির গণিত বই অনুসরণ করলে ভালো হবে।
ডাইজেস্ট থেকে গণিত অংশটুকু ভালভাবে বুঝে শেষ করবেন।
সাধারণ জ্ঞানঃ বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন বেশি আসে। এক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে প্রশ্ন আসতে পারে।
আর আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা থেকে প্রশ্ন থাকে।
আর সাম্প্রতিক বিষয়ের জন্য মাসিক কারেন্ট এফিয়ার্স পড়তে পারেন।
সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগব্যাধি, খাদ্যগুণ, পুষ্টি, ভিটামিন থেকে প্রশ্ন আসতে পারে।
কম্পিউটার ও আইসিটি থেকেও প্রশ্ন থাকে। আপনি কম্পিউটার ও আইসিটির বেসিক বিষয় গুলো ভালভাবে আয়ত্ব করবেন।
বিজ্ঞান, আইসিটি ও কম্পিউটার এর জন্য ২০১৫-১৭ সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন গুলো ভালভাবে পড়লে বেশ কিছু কমন পেতে পারেন।
যদি আপনি কোন চাকুরীতে থাকেন, যদি পড়ালেখার সময় পাননা বললেই চলে বা খুব কম পান, উপরের পরামর্শ অনুসারে পড়ার মত সুযোগ না থাকে তাহলে প্রফেসরস এর বিসিএস প্রিলিমিনারি বিশেষ সংখ্যা বইটি একবার হলের পড়বেন।
উপরের পরামর্শ গুলো শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্যই নয়। যে কোন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ২য় শ্রেণি চাকরির জন্যও প্রযোজ্য। এইভাবে পড়লে আশা করি আপনি প্রিলিতে ভাল নম্বর পাবেন। তবে আপনি চাইলে যিনি আরো ভাল জানেন বা নিজের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন। তবে যেভাবেই নেন না কেন আপনাকে পড়তে হবে পরিশ্রম করতে হবে। ৩০ বছর যে চাকরি করে আপনার জীবন চলবে সেই চাকরির জন্য অন্তত ৩০ দিন দৈনিক ১৬ ঘণ্টা করে পড়ালেখা করুন। শুধুমাত্র সরকারি জবের পেছনে না ছুটে বিভিন্ন স্বায়ত্তশাসিত ও বেসরকারি জবের জন্যও চেষ্টা করুন।
পড়ুন, পরিশ্রম করুন, প্রার্থনা করুন এবং পড়ুন। আপনি যদি ভালভাবে পড়েন সেটা ওই জবে কাজে না লাগলেও অন্য কোননা কোন জবে ঠিকই কাজে লাগবে। পড়ালেখা কখনো বৃথা যায়না। কোননা কোন ভাবে এর সুফল আপনি পাবেনই। ভাল থাকবেন। আল্লাহ সবার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন।
মোঃ হামিদ পারভেজ
বিসিএস ননক্যাডারে সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ ২৬ মে এবং চতুর্থ ধাপ ১ জুন
প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩য় ও ৪র্থ ধাপের তারিখ।
পরীক্ষা- ২৬ মে, ০১ জুন, ২০১৮
-----------------------------
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত তৃতীয় ধাপে ২৬ মে ২০১৮ (শনিবার) এবং চতুর্থ ও শেষ ধাপের পরীক্ষা ১ জুন ২০১৮ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। উভয় দিনের পরীক্ষার সময় সকাল- ১০-১১:২০টা। ১৫ মে ২০১৮ প্রাথমিক শিক্ষা অধিদফতরের (DPE) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
*তৃতীয় ধাপে ১৫ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
#জেলাগুলো হলো - জামালপুর, টাঙ্গাইল, ঝিনাইদহ, খুলনা, নাটোর, নওগাঁ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, সিলেট, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর ও বরিশাল।
*#চতুর্থ ও শেষ ধাপে ১৪ জেলায় পরীক্ষা হবে। জেলাগুলো হলো - গাজীপুর, নরসিংদী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, চট্রগ্রাম, সাতক্ষীরা, যশোর, কুড়িগ্রাম ও নীলফামারী ।
Thursday, May 17, 2018
প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩য় ধাপের তারিখ পরিবর্তন।
পরীক্ষা- ০১ জুন, ২০১৮ইং, রোজ-শুক্রবার।
যে সব জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
●ঢাকা
●চট্রগ্রাম
●কুমিল্লা
●ব্রাহ্মণবাড়িয়া
●চাঁদপুর
●যশোর
●সাতক্ষীরা
●নরসিংদী
●গাজীপুর
●কিশোরগঞ্জ
●নীলফামারী
●কুড়িগ্রাম
●ময়মনসিংহ
●নেত্রকোণা।
Wednesday, May 16, 2018
গ্রন্থাগারিকের ভূমিকা ও কার্যাবলী আলোচনা কর।
**গ্রন্থাগারিকের ভূমিকা ও কার্যাবলী:
গ্রন্থাগারের সমস্ত কর্মকান্ড গ্রন্থাগারিকের যথাযথ তত্ত্বাবধান ছাড়া সম্পন্ন হতে পারে না। সামগ্রী নির্বাচন ও সংগ্রহ থেকে শুরু করে গবেষক ও অগ্রসর পাঠকের জন্য বিশেষায়িত সেবা প্রদান পর্যন্ত একজন গ্রন্থাগারিককে তথ্য ব্যবস্থাপনার নানামুখী দায়িত্ব পালন করতে হয়। এখানে যেমন সুষ্ঠু পরিকল্পনার কথা আসে তেমনি আসে সমন্বয় ও ব্যবস্থাপনার কথাও। গ্রন্থাগারে প্রশাসন, ব্যবস্থাপনা ও কারিগারি কর্মকান্ডে গ্রন্থাগারিকের কার্যাবলীসমূহ নিচে আলোচনা করা হলো-
ক) গ্রন্থাগারিকের প্রশাসনিক কার্যাবলী:
গ্রন্থাগারিক গ্রন্থাগারে প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেন। এজন্য প্রশাসনিক নানা কাজে তাঁকে বহুমুখী দায়িত্ব পালন করতে হয়। নি¤েœ তাঁর ভূমিকা ও কার্যাবলী আলোচনা করা হলো-
১। নের্তত্ব প্রদান ও সমন্বয় সাধন: গ্রন্থাগারে সার্বিক প্রশাসনিক কর্মকান্ডে নের্তত্ব প্রদান ও সমন্বয় সাধন করা হচ্ছে গ্রন্থাগারিকের অন্যতম একটি কাজ।
২। বিধিমালা প্রণয়ন: গ্রন্থাগারে বিধিমালা প্রণয়ন ও তা বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে গ্রন্থাগারিকের অন্যতম একটি কাজ।
৩। সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়ন: গ্রন্থাগারে বিভিন্ন কাজের সুষ্ঠু সম্পাদনের জন্য জনশক্তির পরিকল্পনা, পদমর্যাদা, দায়িত্ব-কর্তব্য ও বেতন স্কেল নির্ধারণ করা গ্রন্থাগারিকের অন্যতম একটি কাজ।
৪। নীতিমালার পরিবর্তন বা সংশোধন: গ্রন্থাগারে নীতিমালা নির্ধারণ, কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ ও বাস্তবতার নিরিখে নীতিমালা পরিবর্তন বা সংশোধন উদ্যোগ গ্রহণ করাও গ্রন্থাগারিকের অন্যতম একটি কাজ।
৫। কর্মীদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ: কর্মীদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণসহ মানব সম্পদ উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন গ্রন্থাগারিকের অন্যতম একটি কাজ।
৬। কর্ম সম্পাদন: গ্রন্থাগার কমিটি সভা আয়োজনের উদ্যোগ গ্রহণ ও প্রাসঙ্গিক যাবতীয় কর্ম সম্পাদন।
৭। মজুদ যাচাই: মজুদ যাচাই কর্মকান্ডের পরিকল্পনা প্রণয়ন ও আন্ত: বিভাগীয় কর্মকান্ডের সমন্বয় সাধন।
৮। সামগ্রী ছাটাই: গ্রন্থাগার সামগ্রী ছাঁটাইয়ের অনুমোদন গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ, সমন্বয় সাধন ও বাস্তবায়ন করা গ্রন্থাগারিকের অন্যতম একটি কাজ।
৯। ওরিয়েন্টেশন কার্যক্রম: পাঠক ও নতুন কর্শীদের জন্য ওরিয়েন্টেশন কার্যক্রম পরিচালনা করা গ্রন্থাগারিকের অন্যতম কাজ।
১০। উন্নয়নমূলক কর্মকান্ড: গ্রন্থাগারের বিভিন্ন বিভাগের কর্মকান্ড মূল্যায়ণ এবং সংশোধন বা উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা গ্রন্থাগারিকের অন্যতমকাজ।
খ) গ্রন্থাগারিকের ব্যবস্থাপকীয় কার্যাবলী:
গ্রন্থাগারে সেবা ও সুব্যবস্থাপনা না থাকলে গ্রন্থাগারের সার্বিক কার্যক্রম ব্যহত হবে এবং এটি পাঠকদের প্রয়োজন মেটাতে ব্যর্থ হবে। গ্রন্থাগার ব্যবস্থাপক হিসেবে গ্রন্থাগারিকের দায়িত্ব ও কর্তব্যগুলো নিম্নরূপ-
১। ব্যবস্থা কর্মকান্ডে নের্তৃত্ব দান: গ্রন্থাগারের প্রধান ব্যবস্থাপক হিসেবে ব্যবস্থাপনা কর্মকান্ডে নের্তৃত্বদান হচ্ছে গ্রন্থাগারিকের অন্যতম একটি কাজ।
২। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা প্রণয়ন: গ্রন্থাগারের সেবা ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করাও গ্রন্থাগারিকের অন্যতম কাজ।
৩। বাজেট প্রণয়ন: গ্রন্থাগারের যাবতীয় বাজেট প্রণয়ন ও আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে গ্রন্থাগারিকের ভূমিকা অপরিসীম।
৪। যাবতীয় কাজের সমন্বয়: গ্রন্থাাগার কর্মীদের মাঝে দায়িত্ব বণ্টন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধায়ন ও যাবতীয় কাজের সমন্বয় সাধন করার ক্ষেত্রে গ্রন্থাগারিকের ভূমিকা রয়েছে।
৫। গ্রন্থাগারের সঠিক সংগ্রহের ক্ষেত্রে: গ্রন্থাগার সংগ্রহর সঠিক ব্যবস্থাপনার জন্য গ্রন্থাগারিকের দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
৬। গ্রন্থাগার সামগ্রীর সুরক্ষা: গ্রন্থাগার সামগ্রীর সুরক্ষার নিশ্চিতকরণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থাপনার ক্ষেত্রেও গ্রন্থাগারকের ভূমিকা রয়েছে।
৭। বিভিন্ন পক্ষের মধ্যে যোগাযোগ: গ্রন্থাগারের সঙ্গে সামগ্রী সরবরাহকারী, পাঠক, পৃষ্ঠপোষকসহ বিভিন্ন পক্ষের যোগাযোগ তত্ত্বাবধান করা গ্রন্থাগারিকের অন্যতম একটি কাজ।
৮। জনসংযোগ কার্যাবলী: গ্রন্থাগারে জনসংযোগ কার্যাবলী ব্যবস্থাপনার ক্ষেত্রেও গ্রন্থাগারিকের ভূমিকা রয়েছে।
গ) গ্রন্থাগারিকের কারিগরি কার্যাবলী:
পাঠকদের প্রয়োজন অনুযায়ী কার্যকর সেবাদানের প্রয়োজনে গ্রন্থাগারে নানাবিধ কারিগরি কর্মকান্ড সম্পন্ন করতে হয়। গ্রন্থাগারিকের কারিগরি কার্যাবলীসমূহ নিম্নরূপ-
১। কারিগরি কাজের পরিকল্পনা প্রণয়ন: গ্রন্থাগার সামগ্রী সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিতরণ, তথ্যপ্রযুক্তিরপ্রয়োগসহ যাবতীয় কারিগরি কাজের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা গ্রন্থগারিকের কাজ।
২। গ্রন্থাগারে কারিগরি চাহিদা পূরণ: বাস্তব তথ্যের আলোকে গ্রন্থাগারে কারিগরি চাহিদা নিরূপণ ও তা পূরণের জন্য ব্যবস্থা গ্রহণ।
৩। কারিগরি সেবা সমূহের নকশা প্রণয়ন: গ্রন্থাগারে কারিগরি সেবা সমূহের নকশা প্রণয়ন ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ।
৪। বিভিন্ন সেবা প্রদান: গ্রন্থাগারে বিশেষায়িত সেবা, যেমন- চলতি তথ্যসেবা ও নির্বাচিত তথ্যসেবা, গ্রন্থপঞ্জি সেবা, অনুবাদ সেবা ইত্যাদির চাহিদা নিরূপণ ও এসব সেবা প্রদানের জন্য গ্রন্থাগারের সক্ষমতা নিরূপণ।
৫। যাবতীয় কাজের তত্ত্বাবধান: গ্রন্থাগারের যাবতীয় সেবা প্রদানের ক্ষেত্রে গ্রন্থাগারিকের ভূমিকা রয়েছে।
৬। রেফারেন্স ও নির্দেশনা কর্মকান্ডের প্রকৃতি নির্ধারণ: গ্রন্থাগারে রেফারেন্স ও নির্দেশনা কর্মকান্ডের প্রকৃতি নির্ধারণ ও এসব কর্মকান্ড বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা গ্রন্থাগারিকের কাজ।
৭। প্রয়োজনীয় জনবল ও সম্পদ সংগ্রহ: গ্রন্থাগারে কম্পিউটারভিত্তিক সেবার নকশা প্রণয়ন এবং এসব সেবা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জনবল ও সম্পদ সংগ্রহ করা গ্রন্থাগারিকের কাজ।
পরিশেষে বলা যায় যে, একটি গ্রন্থাগার পরিচালনা করার জন্য গ্রন্থাগারিককে অনেক কাজ করতে হয়। গ্রন্থাগারিককে গ্রন্থাগারের সংগ্রহ বৃদ্ধি, গ্রন্থাগার সম্পদের উন্নয়ন ছাড়াও যাবতীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করতে হয়।
Tuesday, May 15, 2018
গ্রন্থাগারিকতা কাকে বলে? গ্রন্থাগারিকতার মূলনীতি কি?
ভূমিকা: প্রচীনকাল থেকে গ্রন্থাগার একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিগনিত। মানুষ নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য বিশৃঙ্খল জীবন পরিহার করে সমাজবদ্ধভাবে বসবাস শুরু করে। তখন থেকেই সমাজের প্রয়োজনীয় প্রতিষ্ঠান রুপে গ্রন্থাগারের জন্ম। আর এই গ্রন্থাগারের সার্বিক কার্যক্রমকে বাস্তবে রূপদান করার জন্য যারা পেশাগত শিক্ষা ও দক্ষতা গ্রহণ করে তাকে পেশা হিসেবে গ্রহণ করে ব্যবহারকারীকে সেবা প্রদান করে থাকেন সেটাই গ্রন্থগারিকতা।
**গ্রন্থাগারিকতা:
সাধারনত যেখানে জ্ঞান সংগ্রহ, সংরক্ষণ ও প্রয়োজন অনুযায়ী বিতরণ করা হয় তাকে গ্রন্থাগার বলা হয়। এই গ্রন্থাগারে জ্ঞান সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ করার জন্য জনবলের প্রয়োজন হয়। আর যারা এই কাজকে পেশা হিসেবে গ্রহণ করে সেটাই গ্রন্থাগারিকতা। গ্রন্থাগারে আগত সকল ব্যবহারকারী যে সমস্ত প্রশ্ন নিয়ে আসেন, তার সঠিক উত্তর অল্প সময়ের মধ্যে যিনি দিতে পারেন সহজ কথায় তাকেই গ্রন্থাগারিক বলা হয়। অর্থাৎ পাঠকের চাহিদা অনুযায়ী তথ্য সামগ্রীর সংস্থান করা, সংগ্রহ করা, প্রক্রিয়াকরণ ও সেবা দেওয়ার সাথে এবং গ্রন্থাগারের সার্বিক ব্যবস্থাপনার সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত থাকেন তাকেই গ্রন্থাগারিক বলা হয়। গ্রন্থাগারে আগত ব্যবহারকারী যে প্রশ্ন নিয়ে আসেন গ্রন্থাগারিক অতি অল্প সময়ের মধ্যে তার সঠিক উত্তর দেন। আর গ্রন্থাগারিকের পেশাই হচ্ছে গ্রন্থাগারিকতা।
**গ্রন্থাগারিকতার মূলনীতিসমূহ:
গ্রন্থাগারিকতার মূলনীতি সঠিক পাঠককে সঠিক সময়ে সঠিক সেবা প্রদানের উপর প্রতিষ্ঠিত। গ্রন্থাগারিকতার কেন্দ্রে আছে মানবসেবা। গ্রন্থাগার বিজ্ঞানী চ. ঝযধপযধভ বিশ্বের বিভিন্ন দেশের ২৮ টি জাতীয় পর্যায়ের গ্রন্থাগার সমিতির মূলনীতিকে বিশ্লেষণ করে গ্রন্থাগারিকতার কিছু মূলনীতি চিহ্নিত করেছেন। নি¤েœ সেগুলো আলোচনা করা হলো-
১। গোপনীয়তা ও একান্ততা: গ্রন্থাগারিকগণ গাঠকের ব্যক্তিগত গোপনীয়তা ও একান্ততাকে সম্মান করবেন। এমনভাবে গ্রন্থাগার বা তথ্যসেবা প্রদান কারবেন না যা মানুষের মৌলিক অধিকার ভঙ্গ বা বিঘিœত করে।
২। সততা: গ্রন্থাগারিকতা পেশার ভিত্তিমূলে আছে সততার সর্বোৎকৃষ্ট আদর্শ। মানুষের তথ্য চাহিদা পূরণের কাছেগ্রন্থাগারিক কোন অবস্থাতেই অসৎ পন্থার আশ্রয় গ্রহণ করবেন না।
৩। নির্ভুলতা: গ্রন্থাগারিক যে কোন বৈধ তথ্য চাহিদার পরিপ্রেক্ষিতে নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য প্রদান করবেন। জেনে শুনে ভূল বা বিকৃত তথ্য প্রদান গ্রন্থাগারিকতার সুমহান আদর্শের পরিপন্থি।
৪। তথ্য বিনামূল্যে ও সমান প্রবেশাধিকার: জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের তথ্য প্রাপ্তির অধিকার আছে। গ্রন্থাগারিকের কাজ হচ্ছে এই অধিকার যাতে লঙ্ঘিত না হয় সেটা নিশ্চিত করা। তথ্যে সব মানুষের অধিকার মৌলিক মানবাধিকার।
৫। স্বার্থের দ্বন্দ্ব ও ব্যক্তিগত লাভ-ক্ষতি: গ্রন্থাগারিক কখনোই নিজে স্বার্থকে পাঠকের স্বার্থের উধ্বে কখনোই স্থান দেবে না। যে সব ক্ষেত্রে পাঠকের স্বার্থের সাথে গ্রন্থাগারিকের ব্যক্তিস্বার্থের দ্বন্দ্ব দেখা দিতে পারে সেসব ক্ষেত্রে তিনি সর্বোচ্চ সততার পরিচয় দেবেন।
৬। বুদ্ধির মুক্তি: গ্রন্থাগারিকের অন্যতম নৈতিক কর্তব্য হচ্চে বুদ্ধি ও চিন্তাচেতনার স্বাধীনতাকে সমুন্নত রাখা। মানুষ নিজের স্বাধীন ইচ্ছা অনুসারে মত প্রকাশ ও মেধা প্রয়োগের স্বাধীনতা ধারণ করে। গ্রন্থাগারিক এই স্বাধীনতাকে সর্ব অবস্থায় সমর্থন করবেন।
৭। সর্বোচ্চ মানের সেবা: গ্রন্থাগারিকতা একটি সেবাধর্মী পেশা। এ কারণে গ্রন্থাগারিক তাঁর সকল পাঠককে সর্বোচ্চ মানের সেবা প্রদানে অঙ্গিকারবদ্ধ থাকবেন।
৮। গ্রন্থাগারসমূহের মধ্যে সহযোগীতা: সব ধরনের গ্রন্থাগারের দায়িত্বপ্রাপ্ত গ্রন্তাগারিকরা নিজেদের মধ্যে সহযোগীতা বজায় রাখবেন। ফলে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পাঠককে সেবা প্রদান সম্ভব হবে।
৯। গ্রন্থাগার সম্পদ উন্নয়ন:গ্রন্থাগারিক তাঁর মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োগ ঘটিয়ে গ্রন্থাগারের তথ্য সম্পদের উন্নয়ন ঘটাবেন। এই কাজে পাঠকের প্রয়োজন ও উচ্চ নৈতিক আদর্শ অনুযায়ী তিনি পরিচালিত হবেন।
১০। মেধাস্বত্ত্ব: গ্রন্থাগারিক মেধাস্বত্ত্বকে সম্মান করবেন। তাঁর কাজের দ্বারা যাতে মানুষের মেধা ও বুদ্ধিবৃত্তিক স্বত্ত্ব ক্ষুন্ন না হয় সেদিকে তিনি সতর্ক দৃষ্টি রাখবেন।
১১। পেশার প্রতি দায়িত্বশীলতা: গ্রন্থাগারিকতা একটি মহান পেশা। এই পেশায় মানুষের বৈধ ও নীতি সম্মত তথ্য চাহিদা পুরণই প্রধান লক্ষ্য। গ্রন্থাগারিক সর্ব অবস্থায় নিজের পেশার প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করবেন।
১২। অন্যান্য পেশা ও সংগঠনের প্রতি দায়িত্বশীলতা: গ্রন্থাগার সমাজের একটি গুরুত্বপূর্ন সংগঠন। উত্তম সেবা দানের প্রয়োজনে এই সংগঠনকে অন্যান্য পেশা ও সংগঠনের উপর নির্ভর করতে হয়। গ্রন্থাগারিক তাই অন্যান্য পেশা ও সংগঠনের প্রতি দায়িত্বশীল হবেন।
১৩। সহকর্মীদের প্রতি দায়িত্বশীলতা: গ্রন্থাগারিক নিজ পেশার অন্যান্য কর্মীদের প্রতিও দায়িত্বশীল হবেন। যাতে তাঁর আচারণ ও কর্মকান্ডের কারণে কেউ ক্ষতিগ্রস্থ বা নিজ দায়িত্ব পালনের অপারগ না হয়।
১৪। পেশাগত উন্নতি: নানা রকম উদ্ভাবনী কলাকৌশল গ্রহণ এবং পঠন-পাঠন ও গবেষণার মাধ্যমে গ্রন্থাগারিক নিজের পেশাগত উন্নয়নের জন্য সর্বদা সচেষ্ট থাকবেন।
১৫। সমাজের প্রতি দায়িত্বশীলতা: গ্রন্থাগার এই সমাজের একটি দায়িত্বশীল সংগঠন। এ কারণে সমাজের নাগরিক ও সামাজিক সংহতির প্রতি গ্রন্থাগারিক অবশ্যই নিজ দায়িত্ব পালন করবেন।
পরিশেষে বলতে পারি যে, গ্রন্থাগার, গ্রন্থাগারিকতা ও গ্রন্থাগার বিজ্ঞান একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। যে দেশের গ্রন্থাগার যত বেশি উন্নত সে দেশ তত বেশি তথ্য সম্পদশালী। গ্রন্থাগারে যে ব্যাক্তি পাঠকদের কাঙ্খিত ও সঠিক তথ্য দিয়ে সহায়তা করে তাকেই গ্রন্থাগারিক বলে। আর গ্রন্থাগারিকের এই পেশাকে গ্রন্থাগারিকতা বলে। আর গ্রন্থাগারিকতা অনেক গুলো নীতির উপর প্রতিষ্ঠিত। উপরোক্ত আলোচনার নীতি গুলোই গ্রন্থাগারিকতার মূলনীতিসমূহ।
Sunday, May 13, 2018
প্রাথমিকের শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা ২৬ মে। জেলাগুলোর নাম জানতে বিস্তারিত পড়ুন এবং শেয়ার করুন।
লিখিত পরীক্ষার দুই মাস পর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কর্মকর্তারা জানান, শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, নওগাঁ, যশোর, সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ, বরিশাল, সিলেট, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও প্রথম ও দ্বিতীয় ধাপে মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ঝালকাঠি, নারায়ণগঞ্জ, বরগুনা, ফেনী, লক্ষ্মীপুর, জয়পুরহাট জেলায় এবং দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মাগুরা, বাগেরহাট, শেরপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, নোয়াখালী, কক্সবাজার, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও লালমনিরহাট জেলায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ পরীক্ষার ওএমআর শিট পূরণের নির্দেশনাবলি ও পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েব সাইটে পাওয়া যাবে। Click Here
Wednesday, May 9, 2018
এ বছর থেকেই জেএসসি পরীক্ষাতে কমছে ২০০ নম্বরের পরীক্ষা।
এই বছর থেকেই অষ্টম শ্রেণির তথা জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) ও জেডিসিতে (জুনিয়র দাখিল সার্টিফিকেট) ২০০ নম্বরের পরীক্ষা তুলে দেওয়া হবে। এর মধ্যে বাংলা ও ইংরেজি দুটি বিষয়ে ৫০ নম্বর করে ১০০ নম্বরের পরীক্ষা কমবে। আর ঐচ্ছিক বিষয়ের (গার্হস্থ অর্থনীতি/কৃষি) পরীক্ষা তুলে দেওয়া হবে। শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাতে গতকাল মঙ্গলবার আন্তঃশিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির সভায় এসব প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী ১ নভেম্বর (সম্ভাব্য) থেকে শুরু হতে যাওয়া অষ্টম শ্রেণির পরীক্ষা ৬৫০ নম্বরের হবে।
আজ দুপুরে ঢাকা শিক্ষাবোর্ডের সভাকক্ষে আন্তঃশিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির সভা হয়েছে। সভায় সব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।
সভার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মু. জিয়াউল হক আজকালের খবরকে বলেন, ‘শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাতে বাংলা ও ইরেজি বিষয়ে ৫০ নম্বর করে কমাতে এবং চতুর্থ বিষয়ের পরীক্ষা তুলে দিতে সবাই একমত হয়েছেন। মন্ত্রণালয় আমাদের প্রস্তাব অনুমোদন দিলে চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা থেকে তা কার্যকর হবে।’
সভা সূত্রে জানা গেছে, সাতটি বিষয়ের পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রকরা। আর বাংলা ও ইংরেজি বিষয়ের দুই পত্রের ১৫০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের পরীক্ষা হবে। গার্হস্থ অর্থনীতি বা কৃষি দুটি বিষয়ের একটি শিক্ষার্থী নিজেদের পছন্দমতো নিতে পারতেন। এবার থেকে এ বিষয়ের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ ২০০ নম্বরের পরীক্ষা তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুলে দেওয়া ২০০ নম্বর শ্রেণিকক্ষে ধারাবাহিক মূল্যায়ন করতে হবে। শিক্ষার্থীদের জিপিএ নির্ধারণের ক্ষেত্রে এর কোনো প্রভাব থাকবে না। সভার সিদ্ধান্তটি গতকালই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এর আগে গত বছর জেএসসি ও জেডিসিতে ১৩টি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ের ওপর পরীক্ষা তুলে দেওয়া হয়। বিষয়গুলো হচ্ছে- চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা। এই তিনটি বিষয়ে ৫০ নম্বর গত বছর থেকে শ্রেণিকক্ষে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে।
বোর্ড সূত্রে জানা গেছে, গত বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় ১০টি বিষয়ে মোট ৮৫০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হয়েছে। এর মধ্যে বাংলা প্রথমপত্র ১০০; দ্বিতীয়পত্র ৫০; ইংরেজি প্রথমপত্র ১০০; দ্বিতীয়পত্র ৫০; গণিত এবং বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম, গার্হস্থ অর্থনীতি/কৃষি বিষয়ে ১০০ করে ৮০০ নম্বর এবং তথ্যপ্রযুক্তিতে ৫০ নম্বরসহ মোট ৮৫০ নম্বরের পরীক্ষা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দিতে ২০১৬ সালে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের নিয়ে ওই বছরের ২৫ ও ২৬ নভেম্বর কক্সবাজারে দুই দিনের আবাসিক কর্মশালার আয়োজন করে মন্ত্রণালয়। এতে শিক্ষাবিদরা বেশকিছু সুপারিশ করেন। সুপারিশ বাস্তবায়নে কয়েকটি সাবকমিটিও গঠন করা হয়। সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে গত ৩০ নভেম্বর মন্ত্রণালয়ে একটি বর্ধিতসভা হয়। সভায় শিক্ষাক্রম পর্যালোচনা সাবকমিটি অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় চারু ও কারুকলা, ধর্ম ও নৈতিক শিক্ষা, কৃষি, গার্হস্থ্য বিজ্ঞান, শরীরচর্চা ও তথ্যপ্রযুক্তি বিষয়গুলো পর্যায়ক্রমে বিদ্যালয়ভিত্তিক মূল্যায়নসহ বেশকিছু সুপারিশ করেন। মূলত শিক্ষাবিদদের সুপারিশের আলোকেই বোর্ডগুলো এমন সিদ্ধান্ত নিয়েছে।
@Copyright : দৈনিক আজকালের খবর
আজ দুপুরে ঢাকা শিক্ষাবোর্ডের সভাকক্ষে আন্তঃশিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির সভা হয়েছে। সভায় সব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।
সভার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মু. জিয়াউল হক আজকালের খবরকে বলেন, ‘শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাতে বাংলা ও ইরেজি বিষয়ে ৫০ নম্বর করে কমাতে এবং চতুর্থ বিষয়ের পরীক্ষা তুলে দিতে সবাই একমত হয়েছেন। মন্ত্রণালয় আমাদের প্রস্তাব অনুমোদন দিলে চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা থেকে তা কার্যকর হবে।’
সভা সূত্রে জানা গেছে, সাতটি বিষয়ের পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রকরা। আর বাংলা ও ইংরেজি বিষয়ের দুই পত্রের ১৫০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের পরীক্ষা হবে। গার্হস্থ অর্থনীতি বা কৃষি দুটি বিষয়ের একটি শিক্ষার্থী নিজেদের পছন্দমতো নিতে পারতেন। এবার থেকে এ বিষয়ের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ ২০০ নম্বরের পরীক্ষা তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুলে দেওয়া ২০০ নম্বর শ্রেণিকক্ষে ধারাবাহিক মূল্যায়ন করতে হবে। শিক্ষার্থীদের জিপিএ নির্ধারণের ক্ষেত্রে এর কোনো প্রভাব থাকবে না। সভার সিদ্ধান্তটি গতকালই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এর আগে গত বছর জেএসসি ও জেডিসিতে ১৩টি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ের ওপর পরীক্ষা তুলে দেওয়া হয়। বিষয়গুলো হচ্ছে- চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা। এই তিনটি বিষয়ে ৫০ নম্বর গত বছর থেকে শ্রেণিকক্ষে ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে।
বোর্ড সূত্রে জানা গেছে, গত বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় ১০টি বিষয়ে মোট ৮৫০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হয়েছে। এর মধ্যে বাংলা প্রথমপত্র ১০০; দ্বিতীয়পত্র ৫০; ইংরেজি প্রথমপত্র ১০০; দ্বিতীয়পত্র ৫০; গণিত এবং বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম, গার্হস্থ অর্থনীতি/কৃষি বিষয়ে ১০০ করে ৮০০ নম্বর এবং তথ্যপ্রযুক্তিতে ৫০ নম্বরসহ মোট ৮৫০ নম্বরের পরীক্ষা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দিতে ২০১৬ সালে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের নিয়ে ওই বছরের ২৫ ও ২৬ নভেম্বর কক্সবাজারে দুই দিনের আবাসিক কর্মশালার আয়োজন করে মন্ত্রণালয়। এতে শিক্ষাবিদরা বেশকিছু সুপারিশ করেন। সুপারিশ বাস্তবায়নে কয়েকটি সাবকমিটিও গঠন করা হয়। সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে গত ৩০ নভেম্বর মন্ত্রণালয়ে একটি বর্ধিতসভা হয়। সভায় শিক্ষাক্রম পর্যালোচনা সাবকমিটি অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় চারু ও কারুকলা, ধর্ম ও নৈতিক শিক্ষা, কৃষি, গার্হস্থ্য বিজ্ঞান, শরীরচর্চা ও তথ্যপ্রযুক্তি বিষয়গুলো পর্যায়ক্রমে বিদ্যালয়ভিত্তিক মূল্যায়নসহ বেশকিছু সুপারিশ করেন। মূলত শিক্ষাবিদদের সুপারিশের আলোকেই বোর্ডগুলো এমন সিদ্ধান্ত নিয়েছে।
@Copyright : দৈনিক আজকালের খবর
মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। কিছু নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিতে বরাদ্দ থাকবে।
তিনি বলেন, এমপিও সংস্কারের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় খুব বেশি আগ্রহী বলে আমার কাছে মনে হয় না। তারা সেভাবে সহযোগিতা করছে না।
বুধবার (৯ মে) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রাক-বাজেট আলোচনায় তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে জাতীয়করণ করে ফেলবো। প্রাথমিক শিক্ষা জাতীয়করণ হয়ে গেছে। সিক্স-এইট পর্যন্তও কিছু কিছু ক্ষেত্রে জাতীয়করণ হয়েছে। প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের সঙ্কট থাকলেও সার্বিকভাবে এ শিক্ষার অবস্থা ভাল।’
মন্ত্রী বলেন, ‘সেকেন্ডারি স্কুলের সংখ্যার দিক থেকে একটা ভালো প্রবৃদ্ধি হয়েছে। এখন কোয়ালিটির দিকে নজর দিচ্ছি। আগামী বজেটেও কিছু সংখ্যক এমপিও দেব। কিন্তু এমপিও শুধু শিক্ষকদের জন্য হবে না। এমপিও হবে অবকাঠামোসহ বিভিন্ন উপকরণের জন্য। এজন্য আলাদা আলাদা করে বরাদ্দ রাখা হবে। এ বরাদ্দটাও নির্ধারণ করবে অর্থ মন্ত্রণালয়।’
অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে স্কুল বাস নামানোর বিষয়ে ঘোষণা থাকবে। বর্তমানে দেশে করপোরেট ট্যাক্স খুব বেশি। আগামী বাজেটে এটা কিছুটা কমানো হবে বলেও জানান তিনি।
আগামী বাজেটে মানবসম্পদ, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সর্বাধিক গুরুত্ব পাবে মানবসম্পদ উন্নয়ন। দ্বিতীয় গুরুত্ব পাবে পরিবহন ও জ্বালানি খাত। বাজেটের আকার হবে ৪ লাখ ৬০ হাজার কোটি টাকার মতো এবং ৩০ জুন বাজেট পাস হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘চিনিশিল্প পুরোপুরি আখের ওপর নির্ভরশীল নয়।এই শিল্পকে ট্যারিফ দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। অথচ বিদেশ থেকে আমদানি করলেই আমরা এই চিনি কম দামে পেতে পারি। কাজেই আমার মতে, চিনিশিল্প রাখা উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘চলতি অর্থবছর শেষে বেসরকারি বিনিয়োগ বাড়বে। করপোরেট ট্যাক্স এ বছরের বাজেটে রিফর্ম (কমানো) হবে। তবে ট্যাক্সের পরিধি বাড়বে। আমরা আশা করছি, ২০২৫ সালের মধ্যে দেশের ৫০-৬০ শতাংশ লোক ট্যাক্স দেবে।’
আবদুল মুহিত বলেন, ‘এবারের বাজেটে করমুক্ত আয়সীমাও কিছুটা বাড়ানো হবে। আগামী বাজেটের আকার বিষয়ে তিনি বলেন, বাজেট হবে প্রায় ৪ লাখ ৬০ হাজার কোটি টাকার।’
Tuesday, May 8, 2018
প্রাইমারী স্কুল সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪ প্রস্তুতি ও তৃতীয় পর্বের পরীক্ষার সম্ভাব্য তারিখ....
দীর্ঘ প্রতীক্ষার পর ২০১৪ সালের বিজ্ঞপ্তির প্রাইমারী স্কুলের নিয়োগ
পরীক্ষার প্রথম পর্ব অনুষ্ঠিত হলো গত ২০/০৪/২০১৮ তারিখে দেশের ১২ টি জেলা নিয়ে।
এর পর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১১/০৫/২০১৮ তারিখে ২০টি জেলা নিয়ে। তৃতীয় পর্বে বাকী জেলা গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ মে অথবা ২৫ মে।
#মোট_মার্ক : ৮০
সময়: ১ ঘন্টা ২০ মিনিট
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ মার্ক এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ কাটা যাবে।
বাংলা-২০,ইংলিশ-২০,গণিত-২০,সাধারণ জ্ঞান+দৈনন্দিন বিজ্ঞান+কম্পিউটার-২০
এবার জেনে নেয়া যাক কোন টপিকস গুলোতে হিট করলে পরীক্ষায় অন্যদের চেয়ে এগিয়ে যাওয়া যাবে.....
বাংলা ও ইংলিশের জন্য যেকোন সিরিজের বই(নতুন সংস্করণ) থেকে শুধু মাত্র চ্যাপ্টারের শেষে যুক্ত বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন গুলি সলভ করবেন বিস্তারিত পড়ার সময় নাই।তাছাড়া প্রশ্ন ডিরেক্ট কমন পড়বে অযথা প্রেসার নেবার দরকার কি!
এখানে সিরিয়াল মেইনটেন না করে অতি গুরুত্বপূর্ণ টপিক গুলো প্রথমের দিকে দিচ্ছি...
#বাংলা: সন্ধি(২),বিপরীত শব্দ(২/৩),সমার্থক শব্দ(২),শুদ্ধ বানান(২),এককথায় প্রকাশ(২),সমাস(২),বাগধারা(২), কারক-বিভক্তি,ছদ্মনাম/উপাধি,দ্বিরুক্ত শব্দ,ধ্বনি,বর্ণ,বাক্য(সরল,জটিল,যৌগিক),পদ নির্ণয়।
প্রচীন যুগ,মধ্যযুগ* থেকে ১ অথবা ২ মার্কস আসতে পারে তবে মধ্যযুগ বেশি গুরুত্বপূর্ণ,আধুনিক যুগের সাহিত্য কর্মের মধ্যে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস/রচনাসমগ্র(১/২ মার্কস)এবং পরিচিত কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যু নিয়ে ১/২ মার্কস আসতে পারে যেগুলো পারার মত।
#ইংলিশ: যেকোন সিরিজের বই থেকে পড়লেই চলবে তবে English For Competitive Exams বইটিতে বিগত সালের প্রশ্ন বেশি থাকায় এটাই বেস্ট বই।
Right form of verb,Fill in the blank with appropriate word/preposition(2), Voice Change (1/2),Narration(1), Sentence Correction(2),
Spelling (2),Parts of speach Identification(2),Synonym+antonym(3/4),Idioms & Phrase.
#গণিত:
দশমিকের (যোগ,বিয়োগ,গুণ*,ভাগ*),শতকরা,লাভ-ক্ষতি,মুনাফা,ল.সা.গু,গ.সা.গু,ঐকিক নিয়ম(কাজ,খাদ্য,সৈন্য),অনুপাত:সমানুপাত,সংখ্যা পদ্ধতি, বীজগাণিতিক মান নির্ণয়,উৎপাদক নির্ণয়,গড়,মধ্যক,প্রচুরক নির্ণয়,ত্রিভুজক্ষেত্র,বর্গক্ষেত্র,
আয়তক্ষেত্রের বেসিক সূত্রের অংক সমূহ,সরলরেখা,ধারা,গাছের উচ্চতা/মিনারের উচ্চতা/মইয়ের দৈর্ঘ্য /সূর্যের উন্নতি কোন ইত্যাদি বিষয়ক অংক সমূহ।
#সাধারণ_জ্ঞান ও #দৈনন্দিন_বিজ্ঞান_ও_কম্পিউটার
এই অংশে ভাল করার জন্য খুব বেশি পড়তে হবেনা।সাধারণ জ্ঞান অংশে ১৪/১৫ টার মত প্রশ্ন আসতে পারে তার ভিতর ১০-১২ টাই হবে সালের রিপিট প্রশ্ন।বাকী ২/৩ টা সাম্প্রতিক বিষায়াবলী দিতে পারে।
তারপরও ভাষা আন্দোলন,মুক্তিযুদ্ধ,বাংলাদেশের জনপদ,নদ-নদী,বাংলাদেশের লোকজঐতিহ্য অন্তর্জাতিক সংগঠন,জাতিসংঘের অঙ্গসংগঠন,বিশ্বের বিভিন্ন শহরের নাম ইত্যাদি....
বিজ্ঞান থেকে দু'তিনটি কমন প্রশ্ন আসবে যেগুলো চোখের পলকে গোল্লা ভরাট করা যাবে মানে হরহামেশা রিপিটেড সাল।কম্পিউটার থেকে একটি বা দু'টি প্রশ্ন আসবে একেবারে বেসিক কম্পিউটার থেকে। নিজের মগজের সফটওয়্যার থেকে কম্পিউটারের বৃত্ত ভরাট করবেন।
এই সিলেবাস শেষ করতে ৭-৮ দিন লেগে যাবে।তারপর ১০ তারিখ পর্যন্ত প্রাইমারী শিক্ষক নিয়োগ ও NTRCA 'র বিগত সালের প্রশ্ন গুলো শরবতের মত গুলিয়ে খাবেন ব্যাস কেচ্চা খারিজ হয়ে যাবে।
অরো যদি একদিন সময় পান তবে ২০১৭ সালের প্রশ্ন গুলো দেখতে পারেন।
এগুলো সম্পূর্ণ আমার ধারণা থেকে বললাম।প্রশ্ন এগুলোর উপর না আসলেও কনফিডেন্স পাবেন।
"সাজেশন পরীক্ষার কোন প্রশ্ন নয় শুধু ব্যক্তির অনুমান মাত্র।"
ফ্রি ফ্রি অনেক ভ্যাঁজর ভ্যাঁজর হলো।যে সকল অাপু কয়েকদিন ধরে ইনবক্স করতেছেন তারা যদি এই সিলেবাসটি ফলো করে লাভবান হয়ে জব কনফার্ম করেন তবে অধমকে আপনার স্কুলের বিস্কুট খাওয়াতে ভুলবেন না যেন।
হ্যাপি লার্নিং.........
আসন্ন নিয়োগ পরীক্ষার লিস্ট ১৮ টি
0. Sonali Bank Limited (SBL) Exam Date:
Post: Senior Officer
Exam Date: 1 June 2018
Post Vacancy: 686
MCQ Candidate: 106771
Written Candidate: 8000
MCQ: 100 Marks
Written: 200 Marks
N.B: This is the most probable exam date. formal notice will publish soon.
1. BRAC Bank Limited Exam Date:
Post Name : Junior Professional
Exam Date: 11 May 2018
Time : 3.00 – 4.00 PM
2. National Board of Revenue (NBR) Exam Date:
Post Name & Vacancy was:
1. Office Assistant Cum Computer Typist- 01
2. Driver-01
3. Office Assistant-02
Exam Date: 11 May 2018
3. Bangladesh Bank (BB) Exam Date:
Exam type: Written
Post: Assistant General, AD (Engr. Electrical).
Exam date: 11 May 2018
Exam time: 3.00 to 5.00 PM
4. Directorate General of Family Planning (DGFP) Exam Date:
Exam Type: MCQ
Post: Family Planning Inspector
Vacancy was: 224
Exam Date: 11 May 2018
Exam Time: 10.00 AM to 11.00 AM
5. Bureau of Mineral Development (BMD) Exam Date:
Exam Type: MCQ + Written
1. Accountant- Exam Date: 11 May 2018 Exam Time: 3.00 PM to 4.30 PM
2. Office Assistant cum Computer Operator-Exam Date: 11 May 2018 Exam Time: 3.00 to 4.30 PM
3. Driver-Exam Date: 11 May 2018 Exam Time: 3.00 PM to 4.30 PM
4. Draftsman-Exam Date: 11 May 2018 Exam Time: 3.00 PM to 4.30 PM
5. Lab Assistant-Exam Date: 11 May 2018 Exam Time: 3.00 PM to 4.30 PM
6. Surveyor-Exam Date: 11 May 2018 Exam Time: 3.00 PM to 4.30 PM
7. Computer Operator-Exam Date: 11 May 2018 Exam Time: 3.00 PM to 4.30 PM
6. Primary Assistant Teacher 2nd Phase Exam Date:
Exam type: MCQ
Exam date: 11 May 2018
Exam Time: 10 AM to 11.20 AM
Exam will held in 20 districts.
The list of the districts:
1. Chapainawabganj 2. Kushtia 3. Magura 4. Bagerhat 5. Sherpur 6. Manikganj 7. Rajbari 8. Faridpur 9. Gopalganj 10. Noakhali 11. Cox’s Bazar 12. Pirojpur 13. Patuakhali 14. Bhola 15. Sunamganj 16. Habiganj 17. Maulvibazar 18. Panchagarh 19. Thakurgaon 20. Lalmonirhat
7. Directorate Of Military Lands & Cantonment (DMLC) Exam Date:
Exam type: MCQ + Written and Viva
Post Name: Assistant Teacher
Written exam date: 26 May 2018
Written Exam time: 2.00 PM
Viva and practical exam date: 28 May 2018
Viva Exam time: 10.00 PM
8. Probashi Kallyan Bank Exam Date:
1. Hardware Engineer (PO Equivalent) , Exam Date- 11 May 2018, Time: 3.00 PM to 5.00 PM
2. Programmer (PO Equivalent), Exam Date- 11 May 2018, Time: 9.00 AM to 11.00 AM
Seat Plan: Ahsanullah University of Science and Technology (AUST)
9. Bangladesh Agricultural Development Corporation (BADC) Exam Date:
Exam type: MCQ
Post: Office Assistant Cum Computer Operator
Exam Date: 11 May 2018
Exam Time: 10 AM to 11 AM
Vacancy was: 410
10. Bangladesh Judicial Service Commission (BJSC) Exam Date:
Post: Assistant Judge
Vacancy was: 50
Exam date: 29 June 2018
11. Probashi Kallyan Bank (PKB) Viva Schedule:
Exam type: Viva
Post: Executive Officer (Cash)
Written date was: 02-03-2018
Total passed: 77
Viva schedule: 06 May to 10 May 2018
12. Probashi Kallyan Bank (PKB) Viva Schedule:
Exam type: Viva
Total passed: 81
Written Exam date was: 02-03-2018
Viva date: 13 May to 14 May 2018
13. Basic Bank Viva Date:
Exam type: Viva
Post: Assistant Manager
Viva Schedule: 15 May to 27 May 2018
Viva Time: 11.30 AM
14. Dhaka Mass Transit Company Ltd. (DMTC) Viva Schedule:
Exam type:Viva
Post:
1. Office Assistant-cum-Computer Operators
Viva Schedule:
1. Office Assistant-cum-Computer Operators- 8 May 2018, Time: 10 AM to 11.00 AM
15. Senior Staff Nurse Viva Date:
Exam type: Viva
Post: Senior Staff Nurse
Viva Schedule: 06 May to 29 May 2018
16. Bangladesh Krishi Bank (BKB) Viva Date:
Exam type: Viva
Post: Assistant Engineer (Civil)
Written Exam Date was: 26 March 2018
Viva Schedule: 22 May to 27 May 2018
17. Bangladesh Ordnance Factory (BOF) Viva Date:
Exam type: Viva
Post: 5 Category
Written exam date was: 6 April 2018
Viva And Practical schedule: 15 May to 19 May 2018
Sunday, May 6, 2018
এসএসসি'র রেজাল্ট নিয়ে পুনর্নিরীক্ষণ ৭-১৩ মে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে আজ (৬ মে)। প্রত্যাশা মতো সাফল্য যাদের মুঠোয় ধরা দেয়নি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
আগামী ৭ থেকে ১৩ মে পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। করতে হবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে। আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইযেন্টিফিকেশন নম্বর) দেওয়া হবে।
আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা করে ফি কাটা হবে।
যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সকল বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ২৫০ টাকা ফি কাটা হবে।
একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।
আগামী ৭ থেকে ১৩ মে পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। করতে হবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে। আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইযেন্টিফিকেশন নম্বর) দেওয়া হবে।
আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা করে ফি কাটা হবে।
যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সকল বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ২৫০ টাকা ফি কাটা হবে।
একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।
Saturday, May 5, 2018
আগামীকাল ৬ মে এস এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ
আগামীকাল রবিবার প্রকাশ হচ্ছে দেশের ১০ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর শিক্ষামন্ত্রী বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলের বিস্তারিত তুলে ধরবেন। ২টা থেকে শিক্ষার্থীরা স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের লিখিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ মার্চ শেষ হয়। সারা দেশে তিন হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ ছাত্র ও ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭। কয়েক
বছর ধরেই এসএসসি ও এইচএসসির লিখিত বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। এবারও সেই ধারা অব্যাহত রাখছে মন্ত্রণালয়।
ফল জানার উপায় ॥ মোবাইলে এসএমএস-এর মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
এসএসসি ভোকেশনালের জন্য ঝঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: SSC TEC 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। গত বছর পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৪ হাজার ৭৬১ জন, যা তার আগের বছরের চেয়ে পাঁচ হাজার কম।
কলেজ ভর্তির আবেদন শুরু ১৩ মে ॥ আগামীকাল ফল প্রকাশের পর একাদশে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে ১৩ মে থেকে। এবারও একজন শিক্ষার্থী কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। অনলাইন এবং এসএমএস উভয় পদ্ধতিতেই আবেদন করা যাবে। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে গেল বছরের মতো শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজ নির্ধারণ করে দেয়া হবে। তবে ভর্তিতে আগের মতো এবারও স্কুল, কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভর্তিতে অগ্রাধিকার পাবে।
আবেদনের শেষ সময় ২৪ মে। তবে পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তাদের আবেদন আগামী ৫ ও ৬ জুন গ্রহণ করা হবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১০ জুন। এরপর আরও একাধিক ধাপে ফল প্রকাশ ও মাইগ্রেশনসহ আনুষঙ্গিক কাজ শেষ করে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।
গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের লিখিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ মার্চ শেষ হয়। সারা দেশে তিন হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ ছাত্র ও ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭। কয়েক
বছর ধরেই এসএসসি ও এইচএসসির লিখিত বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। এবারও সেই ধারা অব্যাহত রাখছে মন্ত্রণালয়।
ফল জানার উপায় ॥ মোবাইলে এসএমএস-এর মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
এসএসসি ভোকেশনালের জন্য ঝঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: SSC TEC 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। গত বছর পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৪ হাজার ৭৬১ জন, যা তার আগের বছরের চেয়ে পাঁচ হাজার কম।
কলেজ ভর্তির আবেদন শুরু ১৩ মে ॥ আগামীকাল ফল প্রকাশের পর একাদশে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে ১৩ মে থেকে। এবারও একজন শিক্ষার্থী কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। অনলাইন এবং এসএমএস উভয় পদ্ধতিতেই আবেদন করা যাবে। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে গেল বছরের মতো শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজ নির্ধারণ করে দেয়া হবে। তবে ভর্তিতে আগের মতো এবারও স্কুল, কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভর্তিতে অগ্রাধিকার পাবে।
আবেদনের শেষ সময় ২৪ মে। তবে পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তাদের আবেদন আগামী ৫ ও ৬ জুন গ্রহণ করা হবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১০ জুন। এরপর আরও একাধিক ধাপে ফল প্রকাশ ও মাইগ্রেশনসহ আনুষঙ্গিক কাজ শেষ করে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।
গ্রন্থাগারের কার্যাবলী। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা।
**গ্রন্থাগারের কার্যাবলী:
আধুনিক গ্রন্থাগারগুলো প্রথাগত ধারণার বাইরে এসে পঠিকের জন্য নতুন নতুন সেবা প্রবর্তন করেছে। এর মধ্যে আছে মুদ্রিত ও ইলেকট্রনিক তথ্যসেবা, অনুবাদ, সারসংক্ষেপণ ও নির্ঘণ্টীকরণ, আন্ত:গ্রন্থাগার লেনদেন, ডকুমেন্ট ডেলেভারি ইত্যাদি সেবা। এসব সেবা আধুনিক গ্রন্থাগারকে একটি উৎকর্ষ কেন্দ্রে পরিনত করেছে। একটি গ্রন্থাগারের কার্যাবলিগুলো নি¤েœ আলোচনা করা হলো-
১। সংগঠন ও প্রশাসন: সংগঠন ও প্রশাসন দুটি পরস্পর সম্পর্কিত কর্মকান্ড। সংগঠনের কাজ হচ্ছে সাংগঠনিক কর্ম-কাঠামোর নকশা প্রণয়ন, বিভিন্ন অপারেটিং ইউনিট- যেমনবিভাগ, উপবিভাগ, শাখা ইত্যাদিতে কর্ম এলাকাগুলোকে ভাগ করা। আর প্রশাসনের কাজ হচ্ছে তত্ত্বাবধায়ন ও অন্যান্য নিয়ন্ত্রণমূলক কর্মকান্ডের জন্য কর্তৃত্বায়নের রূপরেখা প্রণয়ন করা।
২। গ্রন্থাগার সংগ্রহ গড়ে তোলা: গ্রন্থাগারিক প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত বিভিন্ন নীতিপদ্ধতি এবং গ্রন্থাগারের উদ্দেশ্যের সাথে মিল তথ্য সামগ্রী সংগ্রহ করবেন। গ্রন্থাগার সংগ্রহ গড়ে তোলা কোন সাধারণ কাজ নয়। এ কাজে বিভিন্ন তথ্য উৎস, গ্রন্থাগার সামগ্রীর ধরণ এবং উপযোগীতা সম্বন্ধে ব্যাপক জ্ঞান থাকা আবশ্যক।
৩। গ্রন্থাগার সংগ্রহকে ব্যবহারের উপযোগী করে তোলা: গ্রন্থাগারিককে তাঁর সংগ্রহীত তথ্য সামগ্রী এমনভাবে বিন্যাস্ত করতে হবে যাতে করে এসব এসব সামগ্রীর উপর তাঁর নিয়ন্ত্রণ এবং সেই সঙ্গে এসব সামগ্রী ব্যবহারে ব্যবহারকারীর সুবিধাও নিশ্চিত হয়। কার্যকরভাবে তথ্য সমাগ্রী সংগঠনের জন্য সবচেয়ে বড় ভিত্তি হিসেবে কাজ করে একটি শক্তিশালী শ্রেণীকরণ পদ্ধতি।যার মাধ্যমে এই সামগ্রীসমূহ সহজেই ব্যবহারের উপযোগী হয়।
৪। ব্যবহারকারীকে সেবা প্রদান করা: গ্রন্থাগার সামগ্রীর নির্বাচন, সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং সংগ্রহসহ যাবতীয় কর্মকান্ডের উদ্দেশ্য একটাই- ব্যবহারকারীদেরকে সবচেয়ে ভালোভাবে তথ্যসেবা প্রদান করা। গ্রন্থাগারের সার্কুলেশন এবং রেফারেন্স এ দুটো বিভাগ হচ্ছে সেই স্থান যেখানে পাঠক এবং তথ্যসামগ্রীর যোগসূত্র ঘটে।
৫। আর্থিক বিষয়াদি সংগঠন ও নিয়ন্ত্রণ: নিরবচ্ছিন্ন আর্থিক সহায়তা ছাড়া গ্রন্থাগার ও তথ্য প্রতিষ্ঠানের দৈনন্দিন কর্মকান্ড সম্পন্ন করা অসম্ভব। দুর্ভাগ্যজনকভাবে, একটি গ্রন্থাগারের আয়ের উৎস তেমন বেশি নয়। এগুলোর মধ্যে আছে: ঊর্ধ্বতন প্রতিষ্ঠান বা সরকার থেকে প্রাপ্ত অর্থ, অনুদান, উপহার, ব্যবহারকারীদের কাছ থেকে আদায়কৃত চাঁদা, জরিমানা ইত্যাদি। গ্রন্থাগারের যথাযথ পরিচালনার জন্য একটি বার্ষিক বাজেট প্রণয়ন করা জরুরী যেটি প্রস্তুত হবে বিগত বছরের আয়-ব্যয়ের এবং গ্রন্থাগারের কর্ম-পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে। একটি প্রতিষ্ঠানের ব্যয়ের অন্যতম প্রধান খাত হচ্ছে তথ্য সামগ্রী সংগ্রহ, কর্মীদের বেতন, বিভিন্ন সেবা প্রদানের খরচ, বিভিন্ন উপকরণ, আসবাব ইত্যাদি ক্রয় এবং জরুরী খাতে খরচ।
৬। সচেতনতা বিস্তার: বর্তমান প্রেক্ষাপটে গ্রন্থাগার ও তথ্য প্রতিষ্ঠানগুলো প্রথাগত সেবার পাশাপাশি নানা অপ্রথাগত কর্মকান্ড পরিচালনা করে। এসব কাজের অনেকগুলোই পরিচালিত হয় গ্রন্থাগারের সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্ববোধ থেকে। এর মধ্যে আছে, পাঠকেরা যাতে বহিস্থ বিভিন্ন তথ্য উৎসে প্রবেশ ও ব্যবহার করতে পারে সেজন্য একটি গেটওয়ে বা পোর্টাল হিসেবে কাজ করে, পাঠচক্র, সেমিনার, কর্মশালা ইত্যাদি আয়োজন, বয়স্ক শিক্ষা ও দূরশিক্ষণ, প্রকাশনা, গবেষণা, আর্থসামাজিক নানা বিষয়ে জনমত গঠনের উদ্দেশ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন ইত্যাদি।
**আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা:
আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষায় গ্রন্থাগারের অনেক ভূমিকা রয়েছে। নি¤েœ সেগুলোর আলোচনা করা হলো-
**আনুষ্ঠানিক শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা:
১। শিক্ষাদান: একাডেমিক গ্রন্থাগার শিক্ষক, ছাত্রছাত্রী ও গবেষকদের শিক্ষার্জনে সরাসরি ভূমিকা রাখে। বিশেষত শিক্ষার্থীরা গ্রন্থাগারের সংগ্রহ ও সেবা থেকে সরাসরি উপকৃত হন। শিক্ষকরা যেমন শিক্ষাদানের প্রয়োজনে সরাসরি গ্রন্থাগারে রক্ষিত তথ্যসামগ্রী ব্যবহার করেন তেমনি শিক্ষার্থীরাও তথ্যসামগ্রী পাঠ ও ব্যবহারের মাধ্যমে শিক্ষালাভের জন্য নিজেদের প্রস্বতুত করেন। আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান তাই গ্রন্থাগার ছাড়া কল্পনা করা যায় না।
২। তথ্যপ্রদান: জ্ঞানের নানা শাখার তথ্য গ্রন্থাগারে রক্ষিত থাকে। তথ্য অনুসন্ধানী মানুষ গ্রন্থাগার থেকে সরাসরি তাদের নানাবিধ তথ্য চাহিদা পূরণ করে। আধুনিক গ্রন্থাগারগুলো নানা ধরণের মুদ্রিত ও ইলেকট্রনিক তথ্য উৎসে প্রবেশের জন্য নানা প্রক্রিয়া অবলম্বন করেন। প্রকাশক বা পেশাদার তথ্য সরবরাহকারীদের ডাটাবেস থেকে সংগ্রহ করে সেটি তথ্যানুসন্ধানীদের মধ্যে বিতরণের জন্য গ্রন্থাগার আধুনিক তথ্য প্রযুক্তি উপকরণ ব্যবহার করে থাকন।
৩। প্রশিক্ষণ: আধুনিক গ্রন্থাগার প্রশিক্ষণের মাধ্যমে সানবসম্পদ উন্নয়নের তাৎপর্যপূর্ণ অবদান রাখে। গ্রন্থাগার হচ্ছে স্বশিক্ষিত মানেিষর আশ্রয় স্থল। অনেক জ্ঞানীগুণী ব্যক্তি গ্রন্থাগার থেকেই আত্ম উন্নয়নের দীক্ষা নিয়েছেন। আধুনিক গ্রন্থাগার বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে যাতে পাঠক তাঁদের জ্ঞান চাহিদা পূরণের পাশাপাশি নিজেদের সামর্থ্যও বৃদ্ধি করতে পারেন।
৪। গবেষণা: আনুষ্ঠানিক শিক্ষায় গবেষকদের নানামুখী চাহিদা পূরনের মাধ্যমে গ্রন্থাগারগুলোর জ্ঞানের অগ্রগতিতে অবদান রাখে। গ্রন্থাগারের সাহায্য ও দিক নির্দেশনা ব্যতীত গবেষকদের গবেষণার কাজ দারুনভাবে ব্যহত হয়। গ্রন্থাগারে রক্ষিত জ্ঞান ভান্ডার যেমন গবেষণা কাজে অবদান রাখে তেমনি গবেষকদের দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে গ্রন্থাগারিকরা গবেষণা অংশীদার ও পরামর্শক হিসেবে তাঁদের ভূমিকা পালন করেন।
৫। প্রকাশনা: গ্রন্থাগারগুলো সরাসরি পুস্তক নির্বাচক হিসেবে ভূমিকা পালন না করলেও প্রকাশনা কাজে গ্রন্থাগারের প্রচুর অবদান রাখার সুযোগ আছে। বিশেষায়িত তথ্যসামগ্রী, যেমন- নির্ঘণ্ট, সংক্ষিপ্তসার, গবেষণা মনোগ্রাফ ইত্যাদি প্রকাশের মাধ্যমে গ্রন্থাগারগুলো আনুষ্ঠানিক শিক্ষায় অপরিহার্য সহযোগীর ভূমিকা পালন করে। এছাড়াও পাঠ্যবই, গবেষণা গ্রন্থ ইত্যাদি প্রকাশের মাধ্যমে কাজ করতে পারে গ্রন্থাগার।
**অনানুষ্ঠানিক শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা:
১। দূরশিক্ষণ: বর্তমানে গ্রন্থাগারগুলো দূর শিক্ষণের অন্যতম প্লাটফর্মে পরিণত হয়েছে। গ্রন্থাগারগুলো নিজস্ব কর্মকান্ডের পাশাপাশি দূরশিক্ষার্থীদের শিক্ষাদান, পাঠক্রম প্রণয়ন ও ব্যবস্থাপনা, শিক্ষা মূল্যায়ন ইত্যাদি কাজ করে চলছে। উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতেও গ্রন্থাগারগুলো দূরশিক্ষণে ভূমিকা রাখছে।
২। কারিগরি শিক্ষা: অনেক গ্রন্থাগারে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর ফলে গ্রন্থাগার গুলো যেমন সরাসরি মানব উন্নয়নে ভূমিকা রাখছে, তেমনি জাতীয় উন্নয়নেও অবদান রাখার প্রয়াস পাচ্ছে।
৩। বয়স্ক শিক্ষা: গ্রন্থাগারে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষভাবে রাত্রিকালীন সময়ে বয়স্কশিক্ষার কার্যক্রম গ্রহন করা হচ্ছে। ফলে বয়স্ক ব্যক্তিরা শিক্ষালাভ করার মাধ্যমে জাতীয় উন্নয়নেও অবদান রাখতে পারছেন।
৪। শিক্ষা সহায়তা: গ্রন্থাগারগুলো তাদের তথ্যভান্ডার ও শিক্ষা অভিজ্ঞতা ব্যবহার করে নানা রকম শিক্ষা সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে আছে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আছে প্রশিক্ষণ, শিক্ষা সহায়তা প্রকাশনা কার্যক্রম গ্রহণ, স্কুল ভিজিট, শিক্ষাসহায়তা উপকরণ প্রস্তুতকরণ ইত্যাদি।
৫। সচেতনতা বিস্তার: গ্রন্থাগারগুলো সেমিনার, কর্মশালা, পাঠ্যচক্র ইত্যাদি আয়োজনের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত সচেতনতা বিস্তার করে থাকে। এর ফলে তৃণমূল পর্যায়ে শিক্ষার প্রতি আগ্রহ তৈরি হয়।
৬। পরামর্শ সেবা: গ্রন্থাগারগুলো অনানুষ্ঠানিক শিক্ষায় পরামর্শদানের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের মান দিন দিন বৃদ্ধিতে অবদান রেখে চলছে। সেসব প্রতিষ্ঠান অনানুষ্ঠানিক শিক্ষাকার্যক্রম পরিচালনা করতে চায় তারা তথ্যসামগ্রী সংগ্রহ ও সংগঠন, তথ্যসেবা, তথ্য অনুসন্ধান ও পুনরুদ্ধার, তথ্য ব্যবস্থাপনা ইত্যাদি কাজে গ্রন্থাগারের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে থাকে।
পরিশেষে বলা যায় যে, গ্রন্থাগার একটি দেশের ঐতিহ্য বহন করে। দেশের ইতিহাস, শিক্ষাব্যবস্থা সহ আরো অনেক আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষাব্যবস্থায় ভূমিকা রাখে। তাছাড়া গ্রন্থাগার হচ্ছে একটি জীবন্ত উপকরণ। গ্রন্থাগারের মাধ্যমে অতীতের তথ্য সংগ্রহ করে রাখা হয় বর্তমান প্রজন্মকে সেবাদানের ক্ষেত্রে এবং গ্রন্থাগার অতীত ও বর্তমান প্রজন্মের মধ্যে তথ্যের সেতুবন্ধন গড়ে তোলতে সাহায্য করে। এবং গ্রন্থাগার বর্তমানের তথ্য সামগ্রী সংগ্রহ করে রাখে যাতে ভবিষ্যত প্রজন্ম এখান থেকে শিক্ষাগ্রহণ করতে পারে। এবং তাদের মধ্যে সেবুবন্ধন গড়ে ওঠে।
আধুনিক গ্রন্থাগারগুলো প্রথাগত ধারণার বাইরে এসে পঠিকের জন্য নতুন নতুন সেবা প্রবর্তন করেছে। এর মধ্যে আছে মুদ্রিত ও ইলেকট্রনিক তথ্যসেবা, অনুবাদ, সারসংক্ষেপণ ও নির্ঘণ্টীকরণ, আন্ত:গ্রন্থাগার লেনদেন, ডকুমেন্ট ডেলেভারি ইত্যাদি সেবা। এসব সেবা আধুনিক গ্রন্থাগারকে একটি উৎকর্ষ কেন্দ্রে পরিনত করেছে। একটি গ্রন্থাগারের কার্যাবলিগুলো নি¤েœ আলোচনা করা হলো-
১। সংগঠন ও প্রশাসন: সংগঠন ও প্রশাসন দুটি পরস্পর সম্পর্কিত কর্মকান্ড। সংগঠনের কাজ হচ্ছে সাংগঠনিক কর্ম-কাঠামোর নকশা প্রণয়ন, বিভিন্ন অপারেটিং ইউনিট- যেমনবিভাগ, উপবিভাগ, শাখা ইত্যাদিতে কর্ম এলাকাগুলোকে ভাগ করা। আর প্রশাসনের কাজ হচ্ছে তত্ত্বাবধায়ন ও অন্যান্য নিয়ন্ত্রণমূলক কর্মকান্ডের জন্য কর্তৃত্বায়নের রূপরেখা প্রণয়ন করা।
২। গ্রন্থাগার সংগ্রহ গড়ে তোলা: গ্রন্থাগারিক প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত বিভিন্ন নীতিপদ্ধতি এবং গ্রন্থাগারের উদ্দেশ্যের সাথে মিল তথ্য সামগ্রী সংগ্রহ করবেন। গ্রন্থাগার সংগ্রহ গড়ে তোলা কোন সাধারণ কাজ নয়। এ কাজে বিভিন্ন তথ্য উৎস, গ্রন্থাগার সামগ্রীর ধরণ এবং উপযোগীতা সম্বন্ধে ব্যাপক জ্ঞান থাকা আবশ্যক।
৩। গ্রন্থাগার সংগ্রহকে ব্যবহারের উপযোগী করে তোলা: গ্রন্থাগারিককে তাঁর সংগ্রহীত তথ্য সামগ্রী এমনভাবে বিন্যাস্ত করতে হবে যাতে করে এসব এসব সামগ্রীর উপর তাঁর নিয়ন্ত্রণ এবং সেই সঙ্গে এসব সামগ্রী ব্যবহারে ব্যবহারকারীর সুবিধাও নিশ্চিত হয়। কার্যকরভাবে তথ্য সমাগ্রী সংগঠনের জন্য সবচেয়ে বড় ভিত্তি হিসেবে কাজ করে একটি শক্তিশালী শ্রেণীকরণ পদ্ধতি।যার মাধ্যমে এই সামগ্রীসমূহ সহজেই ব্যবহারের উপযোগী হয়।
৪। ব্যবহারকারীকে সেবা প্রদান করা: গ্রন্থাগার সামগ্রীর নির্বাচন, সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং সংগ্রহসহ যাবতীয় কর্মকান্ডের উদ্দেশ্য একটাই- ব্যবহারকারীদেরকে সবচেয়ে ভালোভাবে তথ্যসেবা প্রদান করা। গ্রন্থাগারের সার্কুলেশন এবং রেফারেন্স এ দুটো বিভাগ হচ্ছে সেই স্থান যেখানে পাঠক এবং তথ্যসামগ্রীর যোগসূত্র ঘটে।
৫। আর্থিক বিষয়াদি সংগঠন ও নিয়ন্ত্রণ: নিরবচ্ছিন্ন আর্থিক সহায়তা ছাড়া গ্রন্থাগার ও তথ্য প্রতিষ্ঠানের দৈনন্দিন কর্মকান্ড সম্পন্ন করা অসম্ভব। দুর্ভাগ্যজনকভাবে, একটি গ্রন্থাগারের আয়ের উৎস তেমন বেশি নয়। এগুলোর মধ্যে আছে: ঊর্ধ্বতন প্রতিষ্ঠান বা সরকার থেকে প্রাপ্ত অর্থ, অনুদান, উপহার, ব্যবহারকারীদের কাছ থেকে আদায়কৃত চাঁদা, জরিমানা ইত্যাদি। গ্রন্থাগারের যথাযথ পরিচালনার জন্য একটি বার্ষিক বাজেট প্রণয়ন করা জরুরী যেটি প্রস্তুত হবে বিগত বছরের আয়-ব্যয়ের এবং গ্রন্থাগারের কর্ম-পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে। একটি প্রতিষ্ঠানের ব্যয়ের অন্যতম প্রধান খাত হচ্ছে তথ্য সামগ্রী সংগ্রহ, কর্মীদের বেতন, বিভিন্ন সেবা প্রদানের খরচ, বিভিন্ন উপকরণ, আসবাব ইত্যাদি ক্রয় এবং জরুরী খাতে খরচ।
৬। সচেতনতা বিস্তার: বর্তমান প্রেক্ষাপটে গ্রন্থাগার ও তথ্য প্রতিষ্ঠানগুলো প্রথাগত সেবার পাশাপাশি নানা অপ্রথাগত কর্মকান্ড পরিচালনা করে। এসব কাজের অনেকগুলোই পরিচালিত হয় গ্রন্থাগারের সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্ববোধ থেকে। এর মধ্যে আছে, পাঠকেরা যাতে বহিস্থ বিভিন্ন তথ্য উৎসে প্রবেশ ও ব্যবহার করতে পারে সেজন্য একটি গেটওয়ে বা পোর্টাল হিসেবে কাজ করে, পাঠচক্র, সেমিনার, কর্মশালা ইত্যাদি আয়োজন, বয়স্ক শিক্ষা ও দূরশিক্ষণ, প্রকাশনা, গবেষণা, আর্থসামাজিক নানা বিষয়ে জনমত গঠনের উদ্দেশ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন ইত্যাদি।
**আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা:
আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষায় গ্রন্থাগারের অনেক ভূমিকা রয়েছে। নি¤েœ সেগুলোর আলোচনা করা হলো-
**আনুষ্ঠানিক শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা:
১। শিক্ষাদান: একাডেমিক গ্রন্থাগার শিক্ষক, ছাত্রছাত্রী ও গবেষকদের শিক্ষার্জনে সরাসরি ভূমিকা রাখে। বিশেষত শিক্ষার্থীরা গ্রন্থাগারের সংগ্রহ ও সেবা থেকে সরাসরি উপকৃত হন। শিক্ষকরা যেমন শিক্ষাদানের প্রয়োজনে সরাসরি গ্রন্থাগারে রক্ষিত তথ্যসামগ্রী ব্যবহার করেন তেমনি শিক্ষার্থীরাও তথ্যসামগ্রী পাঠ ও ব্যবহারের মাধ্যমে শিক্ষালাভের জন্য নিজেদের প্রস্বতুত করেন। আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান তাই গ্রন্থাগার ছাড়া কল্পনা করা যায় না।
২। তথ্যপ্রদান: জ্ঞানের নানা শাখার তথ্য গ্রন্থাগারে রক্ষিত থাকে। তথ্য অনুসন্ধানী মানুষ গ্রন্থাগার থেকে সরাসরি তাদের নানাবিধ তথ্য চাহিদা পূরণ করে। আধুনিক গ্রন্থাগারগুলো নানা ধরণের মুদ্রিত ও ইলেকট্রনিক তথ্য উৎসে প্রবেশের জন্য নানা প্রক্রিয়া অবলম্বন করেন। প্রকাশক বা পেশাদার তথ্য সরবরাহকারীদের ডাটাবেস থেকে সংগ্রহ করে সেটি তথ্যানুসন্ধানীদের মধ্যে বিতরণের জন্য গ্রন্থাগার আধুনিক তথ্য প্রযুক্তি উপকরণ ব্যবহার করে থাকন।
৩। প্রশিক্ষণ: আধুনিক গ্রন্থাগার প্রশিক্ষণের মাধ্যমে সানবসম্পদ উন্নয়নের তাৎপর্যপূর্ণ অবদান রাখে। গ্রন্থাগার হচ্ছে স্বশিক্ষিত মানেিষর আশ্রয় স্থল। অনেক জ্ঞানীগুণী ব্যক্তি গ্রন্থাগার থেকেই আত্ম উন্নয়নের দীক্ষা নিয়েছেন। আধুনিক গ্রন্থাগার বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে যাতে পাঠক তাঁদের জ্ঞান চাহিদা পূরণের পাশাপাশি নিজেদের সামর্থ্যও বৃদ্ধি করতে পারেন।
৪। গবেষণা: আনুষ্ঠানিক শিক্ষায় গবেষকদের নানামুখী চাহিদা পূরনের মাধ্যমে গ্রন্থাগারগুলোর জ্ঞানের অগ্রগতিতে অবদান রাখে। গ্রন্থাগারের সাহায্য ও দিক নির্দেশনা ব্যতীত গবেষকদের গবেষণার কাজ দারুনভাবে ব্যহত হয়। গ্রন্থাগারে রক্ষিত জ্ঞান ভান্ডার যেমন গবেষণা কাজে অবদান রাখে তেমনি গবেষকদের দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে গ্রন্থাগারিকরা গবেষণা অংশীদার ও পরামর্শক হিসেবে তাঁদের ভূমিকা পালন করেন।
৫। প্রকাশনা: গ্রন্থাগারগুলো সরাসরি পুস্তক নির্বাচক হিসেবে ভূমিকা পালন না করলেও প্রকাশনা কাজে গ্রন্থাগারের প্রচুর অবদান রাখার সুযোগ আছে। বিশেষায়িত তথ্যসামগ্রী, যেমন- নির্ঘণ্ট, সংক্ষিপ্তসার, গবেষণা মনোগ্রাফ ইত্যাদি প্রকাশের মাধ্যমে গ্রন্থাগারগুলো আনুষ্ঠানিক শিক্ষায় অপরিহার্য সহযোগীর ভূমিকা পালন করে। এছাড়াও পাঠ্যবই, গবেষণা গ্রন্থ ইত্যাদি প্রকাশের মাধ্যমে কাজ করতে পারে গ্রন্থাগার।
**অনানুষ্ঠানিক শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা:
১। দূরশিক্ষণ: বর্তমানে গ্রন্থাগারগুলো দূর শিক্ষণের অন্যতম প্লাটফর্মে পরিণত হয়েছে। গ্রন্থাগারগুলো নিজস্ব কর্মকান্ডের পাশাপাশি দূরশিক্ষার্থীদের শিক্ষাদান, পাঠক্রম প্রণয়ন ও ব্যবস্থাপনা, শিক্ষা মূল্যায়ন ইত্যাদি কাজ করে চলছে। উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতেও গ্রন্থাগারগুলো দূরশিক্ষণে ভূমিকা রাখছে।
২। কারিগরি শিক্ষা: অনেক গ্রন্থাগারে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর ফলে গ্রন্থাগার গুলো যেমন সরাসরি মানব উন্নয়নে ভূমিকা রাখছে, তেমনি জাতীয় উন্নয়নেও অবদান রাখার প্রয়াস পাচ্ছে।
৩। বয়স্ক শিক্ষা: গ্রন্থাগারে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষভাবে রাত্রিকালীন সময়ে বয়স্কশিক্ষার কার্যক্রম গ্রহন করা হচ্ছে। ফলে বয়স্ক ব্যক্তিরা শিক্ষালাভ করার মাধ্যমে জাতীয় উন্নয়নেও অবদান রাখতে পারছেন।
৪। শিক্ষা সহায়তা: গ্রন্থাগারগুলো তাদের তথ্যভান্ডার ও শিক্ষা অভিজ্ঞতা ব্যবহার করে নানা রকম শিক্ষা সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে আছে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আছে প্রশিক্ষণ, শিক্ষা সহায়তা প্রকাশনা কার্যক্রম গ্রহণ, স্কুল ভিজিট, শিক্ষাসহায়তা উপকরণ প্রস্তুতকরণ ইত্যাদি।
৫। সচেতনতা বিস্তার: গ্রন্থাগারগুলো সেমিনার, কর্মশালা, পাঠ্যচক্র ইত্যাদি আয়োজনের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত সচেতনতা বিস্তার করে থাকে। এর ফলে তৃণমূল পর্যায়ে শিক্ষার প্রতি আগ্রহ তৈরি হয়।
৬। পরামর্শ সেবা: গ্রন্থাগারগুলো অনানুষ্ঠানিক শিক্ষায় পরামর্শদানের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের মান দিন দিন বৃদ্ধিতে অবদান রেখে চলছে। সেসব প্রতিষ্ঠান অনানুষ্ঠানিক শিক্ষাকার্যক্রম পরিচালনা করতে চায় তারা তথ্যসামগ্রী সংগ্রহ ও সংগঠন, তথ্যসেবা, তথ্য অনুসন্ধান ও পুনরুদ্ধার, তথ্য ব্যবস্থাপনা ইত্যাদি কাজে গ্রন্থাগারের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে থাকে।
পরিশেষে বলা যায় যে, গ্রন্থাগার একটি দেশের ঐতিহ্য বহন করে। দেশের ইতিহাস, শিক্ষাব্যবস্থা সহ আরো অনেক আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষাব্যবস্থায় ভূমিকা রাখে। তাছাড়া গ্রন্থাগার হচ্ছে একটি জীবন্ত উপকরণ। গ্রন্থাগারের মাধ্যমে অতীতের তথ্য সংগ্রহ করে রাখা হয় বর্তমান প্রজন্মকে সেবাদানের ক্ষেত্রে এবং গ্রন্থাগার অতীত ও বর্তমান প্রজন্মের মধ্যে তথ্যের সেতুবন্ধন গড়ে তোলতে সাহায্য করে। এবং গ্রন্থাগার বর্তমানের তথ্য সামগ্রী সংগ্রহ করে রাখে যাতে ভবিষ্যত প্রজন্ম এখান থেকে শিক্ষাগ্রহণ করতে পারে। এবং তাদের মধ্যে সেবুবন্ধন গড়ে ওঠে।
Subscribe to:
Posts (Atom)